সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ১৬ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সাংবাদিকদের কল্যাণে সরকার ও সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিত —ড. রাগীব আলী

বিশ্বনাথ প্রতিনিধি::

সিলেটের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টী বোর্ডের চেয়ারম্যান, খ্যাতিমান শিল্পপতি, দেশবরেণ্য শিক্ষানুরাগী ও দানবীর ড. রাগীব আলী বলেছেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ । বাংলাদেশের প্রেক্ষাপঠে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত সংবাদ পরিবেশন করে আমাদের দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অসামান্য অবদান রাখছেন । কিন্তু তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের কল্যাণে এ দেশে বাস্তবিক অর্থে তেমন কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি কিংবা পর্যাপ্ত কোন ব্যবস্থাও নেই । তাই যত দ্রুত সম্ভব সাংবাদিকদের কল্যাণে সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত । তিনি গত ১লা মে বৃহস্পতিবার বিকেলে সিলেটের মালনীছড়াস্থ নিজস্ব বাংলোয় বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎকালে ও তাদের সাথে এক মতবিনিময় সভায় এই অভিমত ব্যক্ত করেন ।

বিশ্বনাথের কৃতিসন্তান , জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান এবং দাতব্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর রাগীব আলী বলেছেন, আমার জন্মভূমি বিশ্বনাথ দেশের একটি ঐতিহ্যবাহী জনপদ। এই জনপদে জন্মগ্রহণ করে এলাকার অসংখ্য মানুষ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রেখে বিশ্বনাথকে করেছেন অনেক গৌরবান্বিত । তাই আমাদের আগামী প্রজন্ম শিক্ষা-দীক্ষায় যাহাতে আরো উন্নতি লাভ করতে পারে সেজন্য বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকদের আরো অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানান।

দানবীর ড. রাগীব আলী, সাংবাদিকতার পাশাপাশি প্রতিবছর বিশ্বনাথ প্রেসক্লাব আর্থসামাজিক উন্নয়নে ও আর্তমানবতার সেবায় একাধিক জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করার জন্য ক্লাবের সদস্যদের ভূয়সী প্রশংসা করেন এবং তাহার পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।

মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া,আর্থসামাজিক উন্নয়ন ও আর্তমানবতার সেবায় অসামান্য অবদান রাখার জন্য বিশিষ্ট শিল্পপতি,শিক্ষানুরাগী,মানবতার বন্ধু,মুক্তিযুদ্ধের সংগঠক ও দানবীর রাগীব আলীকে বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।এসময় তিনি বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদের কল্যাণে প্রস্তাবিত ‘বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার এসোসিয়েশন’ এর তহবিলে এক লক্ষ টাকা প্রদান করে নিজ হাতে ফরম ফিলাপ করে “গোল্ডেন” ট্রাস্টিশীপ গ্রহণ করেন।

দানবীর ড. রাগীব আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ এর ঐতিহ্যবাহী ছহিফাগঞ্জ এস.ডি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, প্রাক্তন সভাপতি কবি মিজানুর রহমান মিজান, কাজী মোঃ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মোঃ নুর উদ্দিন, আহমদ আলী হিরন, ফারুক আহমদ ও মাজহারুল ইসলাম সাব্বির ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: