সর্বশেষ আপডেট : ১ মিনিট ২৪ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

মধ্যস্বত্বভোগী নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের ঘোষণা খাদ্য উপদেষ্টার

সুনামগঞ্জ প্রতিনিধি ::

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, চলতি বোরো মৌসুমে ধান-চাল ক্রয়ে কোনো ধরনের সিন্ডিকেট বা মধ্যস্বত্বভোগী চক্র সহ্য করা হবে না। বাজার মনিটরিংয়ের মাধ্যমে এই চক্র নিয়ন্ত্রণে রাখা হবে এবং কোনো কৃষক যাতে হয়রানির শিকার না হন, সেজন্য কঠোর নজরদারি থাকবে। অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় কৃষকরাও অংশ নেন।

তিনি বলেন, “সরকার কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবার ৩৬ টাকা কেজি দরে ধান কিনবে, যা মণপ্রতি ১৪৪০ টাকা। প্রাথমিকভাবে সুনামগঞ্জে ১৪ হাজার ৬৪৫ মেট্রিক টন ধান এবং ১৩ হাজার ৮১৬ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।”

উপদেষ্টা আরও জানান, “সরকারের খাদ্য গুদামে বর্তমানে ধারণ ক্ষমতা ২২ লাখ টন, যা পর্যাপ্ত হলেও ভবিষ্যতের চাহিদা বিবেচনায় এই সক্ষমতা আরও বাড়াতে হবে।”

তিনি বলেন, “ফসলের ন্যায্য মূল্য না পেলে কৃষকরা কৃষিকাজে আগ্রহ হারায়। এজন্যই সরকার ধানের মূল্য নির্ধারণ করেছে। কৃষক যাতে সহজেই গুদামে ধান দিতে পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ নজর রাখবো।”

হাওর এলাকার সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, “হাওরে ধান ঘরে তুলতে কৃষকদের রাস্তাঘাটে ভোগান্তি পোহাতে হয়। তাই সরকার এসব এলাকায় রাস্তা পাকাকরণে উদ্যোগ নেবে।”

জলমহাল ইস্যুতে আলী ইমাম মজুমদার বলেন, “জলমহাল ব্যবস্থাপনায় এক শ্রেণির মানুষ প্রকৃত জেলেদের বঞ্চিত করে। কৃষকরাও এতে ক্ষতিগ্রস্ত হয়। সরকার এ বিষয়ে ভাবছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা ও জেলা কৃষি কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ।

পরে উপদেষ্টা শান্তিগঞ্জের বিভিন্ন হাওরে ধান কাটা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং কৃষকদের সাথে মতবিনিময় করেন।

তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে কোনো মন্তব্য করব না, এ বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার কাছে যেতে হবে। আমি শুধু খাদ্য ও ভূমি সংক্রান্ত প্রশ্নের উত্তর দেব।”

চলতি মৌসুমে সুনামগঞ্জের ১২ উপজেলায় ১৩৭টি হাওরে প্রায় ১০ লাখ কৃষক দুই লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করেছেন, যেখানে ধান উৎপাদন হয়েছে দুই লাখ ২৩ হাজার ৪১০ মেট্রিক টন। চাল উৎপাদনের সম্ভাব্য পরিমাণ ৯ লাখ ২৪ হাজার ৪১৩ মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা।

সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমে কৃষকেরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেটিই এবার সরকারের প্রধান লক্ষ্য বলে জানান উপদেষ্টা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: