সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ট্রাম্পের শুল্কনীতি বাজার অর্থনীতির বৈশ্বিক ব্যবস্থাকে ছুঁড়ে ফেলে দিয়েছে: রেহমান সোবহান

ডেইলি সিলেট ডেস্ক ::

বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি বাজার অর্থনীতির বৈশ্বিক ব্যবস্থাকে ‘ছুঁড়ে ফেলে দিয়েছে’।

এ ব্যবস্থায় বাণিজ্যে যারা ভালো চুক্তি করবে তারাই টিকে থাকবে।

রেহমান সোবহান বলেন, অর্থনীতি ও বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, এতে পৃথিবী আবার হয়তো ‘স্তালিন যুগের কমান্ড অর্থনীতিতে’ ফিরছে। এতদিন বিশ্ব ব্যবস্থা একভাবে চলেছে, এখন আরেকভাবে চলবে। বাণিজ্য ইস্যুতে যারা সবচেয়ে ভালো আলোচনা করতে পারবে, চুক্তি করতে পারবে, তারাই টিকে থাকবে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর বনানীতে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলছিলেন রেহমান সোবহান।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত ২ এপ্রিল বিশ্বের শতাধিক দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছেন, তাতে বাংলাদেশের রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় বাড়তি ৩৭ শতাংশ সম্পূরক শুল্কের মুখোমুখি হবে।

এতদিন বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার ছিল গড়ে ১৫ শতাংশ, যা এখন বেড়ে হল মোট ৫২ শতাংশ।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৮ দশমিক ৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। যুক্তরাষ্ট্র থেকে এদেশে আসে ২ বিলিয়ন ডলারের পণ্য। আমদানি রপ্তানির ব্যবধান ঘোচাতে চাপ দেওয়ার জন্যই বড় অংকের এই শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। নতুন করে সম্পূরক শুল্ক আরোপের ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাত বড় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতিতে কেমন প্রভাব পড়তে পারে তা নিয়ে এই গোলটেবিল আলোচনার আয়োজন করে পিআরআই।

সেন্টার ফল পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যেভাবে দ্বিপক্ষীয় পর্যায়ে বাণিজ্যঘাটতি মোকাবিলার চেষ্টা করছেন, পৃথিবীর ইতিহাসে তা ‘বিরল’ ঘটনা।

রেহমান সোবহান বলেন, যে যুক্তরাষ্ট্র বিশ্বায়নের সূচনা করেছিল, তারাই এখন সেটা বাদ দিচ্ছে। এখন আর সারভাইভাল অব দ্য ফিটেস্ট নয়, সেরা মানুষেরা টিকে থাকবে এই নীতি নয়, বরং যারা সবচেয়ে ভালো আলোচনা বা চুক্তি করতে পারবে, তারাই টিকে থাকবে।

কোনো দেশের বাণিজ্য ঘাটতি এভাবে কমানো ‘সম্ভব নয়’ মন্তব্য করে রেহমান সোবহান বলেন, যুক্তরাষ্ট্র থেকে তৈরি পোশাক খাতের জন্য তুলা আনা হয় বিনে শুল্কে। সেই সুতা দিয়ে বিভিন্ন দেশে নানা প্রকার পোশাক রপ্তানি করা হয়। বাংলাদেশ চাইলেই যুক্তরাষ্ট্র থেকে সব তুলা আমদানি করে পোশাক বানানো সম্ভব না।

প্রথিতযশা এই অর্থনীতিবিদ আরও বলেন, বাংলাদেশ গ্রাহকের চাহিদা অনুযায়ী, বিভিন্ন ধরন ও মানের পোশাক উৎপাদন করে। ফলে সব পোশাক মার্কিন সুতা দিয়ে তৈরি করা যাবে না। কমান্ড ইকোনমির মত হুকুম দিয়ে তো এই আমদানি বাড়ানো সম্ভব নয়।

অনুষ্ঠানে পিআরআই চেয়ারম্যান জায়েদি সাত্তারও বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: