সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

অভিভাবকদের সচেতনতাই শিক্ষার্থীদের ভবিষ্যতের চাবিকাঠি : শিক্ষাবোর্ড চেয়ারম্যান

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী।

তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। উচ্চ শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে। তাই শিক্ষার্থীদের স্মার্ট, চিন্তাশীল ও মনোযোগী হতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “তোমাদের জীবনের লক্ষ্য সম্পর্কে নিশ্চিত হয়ে সেই লক্ষ্যেই স্থির থাকতে হবে। সমাজে সম্মানজনক অবস্থানে যেতে হলে প্রয়োজন অধ্যবসায়, সততা ও একাগ্রতা। আমি চেষ্টা করেছি সেই জায়গায় নিজেকে নিতে, আজকের এই সম্মান সেই চেষ্টার ফল।”

অভিভাবকদের উদ্দেশে অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, “শিক্ষকেরা প্রতিদিন মাত্র ৭ ঘণ্টার জন্য শিক্ষার্থীদের দায়িত্বে থাকেন, বাকি সময়টা অভিভাবকদের হাতে। সন্তান যেন কোনো বাজে সঙ্গ বা কর্মকাণ্ডে না জড়ায়, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।”

অনুষ্ঠানে শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজকে সরকারি করণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট কামাল হোসেইন বলেন, “বিদ্যালয় থেকে অনেক গুণীজন বের হয়েছেন, তোমরাও চেষ্টা করলে একদিন গর্বের স্থান অর্জন করতে পারবে। তোমাদের জীবনে সাফল্যই হোক একমাত্র গন্তব্য।”

অভিভাবক সমাবেশে আরও উপস্থিত ছিলেন এমসি কলেজের সাবেক অধ্যাপক তোতিউর রহমান, কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান, বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মেম্বার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম ঠান্ডা মিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল খায়ের মাস্টার, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুর্শেদ আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. আনর আলী, যুবদল নেতা ইফতেখার মাহমুদ পাভেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শাকিল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মাসুক রানা ও সোহরাব আহমদ। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাশেম। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন শিক্ষার্থী ফারজানা আক্তার।

অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় এবং প্রবেশপত্র বিতরণ করা হয়। – বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: