সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বলিউডের বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার আর নেই

বিনোদন ডেস্ক ::

বলিউডের কিংবদন্তি অভিনেতা ও পরিচালক মনোজ কুমার (৮৭) আর নেই। আজ শুক্রবার মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের চিকিৎসক সন্তোষ শেঠি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন মনোজ কুমার। তার ছেলে কুনাল গোস্বামী সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছেন যে, তার বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।

১৯৩৭ সালে ভারতের পাঞ্জাব প্রদেশে জন্মগ্রহণ করা মনোজ কুমারের আসল নাম ছিল হরিকৃষণ গোস্বামী। ১৯৬০ ও ১৯৭০-এর দশকে দেশপ্রেমমূলক চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তিনি বলিউডে নিজের একটি বিশেষ স্থান তৈরি করেন।

তার অভিনীত ও পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে: শহীদ, রুটি, কাপড়া আর মকান, ক্রান্তি।

দেশপ্রেমের আবেগে ভরা এই চলচ্চিত্রগুলো সাধারণ মানুষের হৃদয়ে গভীরভাবে স্থান করে নেয় এবং তাকে বলিউডের অন্যতম “দেশপ্রেমী অভিনেতা” হিসেবে পরিচিতি এনে দেয়।

মনোজ কুমার তার কর্মজীবনে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত হন। এছাড়াও, ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন।

তার মৃত্যুতে বলিউড থেকে শুরু করে গোটা দেশ শোক প্রকাশ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক শোকবার্তায় বলেছেন:

“মনোজজির কাজ জাতীয় গর্বের অনুভূতি জাগিয়েছে এবং তা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।”

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত বলেছেন, “তার মৃত্যু চলচ্চিত্র শিল্পের জন্য অপূরণীয় ক্ষতি। পুরো বলিউড তাকে গভীরভাবে মিস করবে।”

বলিউডের এই কিংবদন্তির অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: