সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

টি-টোয়েন্টির এক নম্বরে এখন নিউজিল্যান্ডের ডাফি

ডেইলি সিলেট ডেস্ক ::

মার্চে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়কে একটি স্মরণীয় মুহূর্তে পরিণত করেছেন জ্যাকব ডাফি। সিরিজে পাঁচ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। তার এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে আছেন ডাফি।

সিরিজের শুরু থেকেই ভালো পারফরম্যান্সের কারণে র‍্যাঙ্কিংয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠছিলেন ডাফি। গত সপ্তাহে প্রথমবারের মতো শীর্ষ পাঁচে জায়গা করে নিলেও আজ আইসিসি প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে চার স্পিনার—ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন, ভারতের বরুণ চক্রবর্তী, ইংল্যান্ডের আদিল রশিদ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টপকে শীর্ষস্থানে পৌঁছান তিনি।

নিউজিল্যান্ডের আরেক পেসার বেন সিয়ার্সও পাকিস্তান সিরিজে তিনটি টি-টোয়েন্টি খেলে ৩ উইকেট নেওয়ার পর র‍্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠে এসেছেন, যা বোলারদের মধ্যে সবচেয়ে বড় লাফ।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন এক ধাপ করে এগিয়ে যথাক্রমে ১৫ ও ১৯ নম্বরে জায়গা করে নিয়েছেন। মেহেদী হাসান আগের অবস্থান ১৩ নম্বরে রয়ে গেছেন।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের ওপেনার টিম সাইফার্ট ক্যারিয়ারসেরা আট নম্বরে উঠে এসেছেন। পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৩৮ বলে ৯৭ রানে অপরাজিত ছিলেন সাইফার্ট। অন্যদিকে, টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া বাবর আজম নেমে গেছেন নয় নম্বরে। বাংলাদেশের কোনো ব্যাটসম্যান শীর্ষ ত্রিশে নেই, তবে তাওহিদ হৃদয় এক ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠে এসেছেন।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন ঘটেনি। ভারতের হার্দিক পান্ডিয়া এখনো শীর্ষে আছেন। একসময় সাকিব আল হাসানের কারণে বাংলাদেশের নাম অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দিকে থাকলেও এখন শীর্ষ ত্রিশেও বাংলাদেশের কোনো অলরাউন্ডার নেই।

দলীয় র‍্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে চারে উঠে এসেছে, পাকিস্তান সাত নম্বরে এবং বাংলাদেশ আছে নয় নম্বরে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: