সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

“আদালতের রায়েই ‘জনতার মেয়র’ ফিরেছে”: রুহুল কবির রিজভী

ডেইলি সিলেট ডেস্ক ::

বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদ ফিরে পাওয়ার বিষয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আদালতের রায়ের মাধ্যমে ঢাকা দক্ষিণের ‘জনতার মেয়র’ জনগণের কাতারে ফিরে এসেছেন।

পাঁচ বছর আগে ঢাকার দুই সিটি নির্বাচনে সৃষ্ট পরিস্থিতি তুলে ধরে রিজভী সরকারের সমালোচনা করেন। শুক্রবার সকালে, নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, “যখন নির্বাচনের দিন ভোটারদের কেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া হয়েছিল, এবং নির্বাচনী প্রচারণার সময় বারবার হামলা হয়েছে, তখন আমি নিজেও আক্রমণের শিকার হয়েছি এবং রক্তাক্ত হয়েছিলাম।”

তিনি বলেন, “এমন অবৈধ নির্বাচনের বিরুদ্ধে ইঞ্জিনিয়ার ইশরাক ন্যায়ের আদালতে মামলা করেছিলেন। দীর্ঘদিন পর সেই মামলার ফলাফল এসেছে। এ রায় অত্যন্ত ন্যায়সঙ্গত, এটি সুবিচার এবং ইনশাল্লাহ, এ সুবিচারের মাধ্যমে জনগণের মেয়র জনগণের কাতারে ফিরে এসেছেন।”

ইশরাক হোসেন, সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য, ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ফজলে নূর তাপসের বিজয় ঘোষণা বাতিল করার জন্য আদালতে মামলা করেছিলেন। বৃহস্পতিবার, ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এই রায় দেন, যা ইশরাকের পক্ষে আসে পাঁচ বছর পর।

ইশরাক বলেন, “এই আইনি লড়াই আমরা শুরু থেকেই করেছি, যাতে অবৈধভাবে যারা মেয়র পদ দখল করেছিল, তাদের বিরুদ্ধে আইনি ভিত্তি প্রতিষ্ঠা করা যায়। কিছু মহল আমাদের বিষয়টি ভুলভাবে উপস্থাপন করছে, বলছে আমরা বিএনপি মেয়র পদে যাচ্ছি, কিন্তু আমরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করেছি, তা তারা বলছে না।”

তিনি আরও বলেন, “আমি প্রায় ৫ বছর আইনি লড়াই করেছি, এবং এখন আদালতের এই রায় পেয়েছি। দলের হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন, এবং তার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে, রিজভী অভিযোগ করেছেন, “১২২টি গার্মেন্টসের শ্রমিকরা এখনও কেন বেতন পাচ্ছেন না, কেন অর্ধশতাধিক গার্মেন্টসের শ্রমিকরা বোনাস পায়নি? সরকার মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে লিয়াজোঁ অফিসারের ভূমিকা পালন করতে পারে, এবং শ্রমিকদের বেতন নিশ্চিত করা সরকারের দায়িত্ব। ঈদের আগে শ্রমিকরা যদি বেতন না পায়, তবে তারা ঈদের আনন্দ কীভাবে উপভোগ করবে?”

নির্বাচন নিয়ে একাধিক প্রশ্ন তুলে, তিনি বলেন, “নির্বাচন নিয়ে নানা ধোঁয়াশা তৈরি করা হচ্ছে—ডিসেম্বর, জুন, না মার্চ; একেক সময় এক কথাই বলা হচ্ছে। শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে এর মিল পাওয়া যায়।”

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ এবং জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের প্রধান আরিফুর রহমান তুষারও বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: