সর্বশেষ আপডেট : ২২ ঘন্টা আগে
সোমবার, ২১ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

“জ্বি, ছোট্ট আপা, আপনি একদম সঠিক বলেছেন!”

ডেইলি সিলেট ডেস্ক ::

চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি সন্তানদের কথা চিন্তা করে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সন্তানেরা যখন বড় হবে, তখন নায়িকা হিসেবে তাদের মাকে কিভাবে দেখবে, এই চিন্তা থেকেই তিনি অভিনয় থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বর্ষার এমন বক্তব্যের পর শুরু হয়েছে বিতর্ক। বিশেষ করে অনেক অভিনেত্রী তার মন্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এর মধ্যে একজন হলেন চিত্রনায়িকা পরীমণি, যিনি বর্ষার বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন। বুধবার (২৬ মার্চ) সকালেই পরী নিজের ফেসবুক স্ট্যাটাসে বর্ষাকে কড়া ভাষায় জবাব দিয়েছেন, যদিও সেখানে সরাসরি বর্ষার নাম উল্লেখ করেননি।
পরী তার স্ট্যাটাসে লেখেন, “জ্বি, ছোট্ট আপা, আপনি একদম সঠিক বলেছেন! তবে, বাচ্চারা বড় হলে পর্দায় হিরোইন হিসেবে থাকার কোনো সম্পর্ক নেই। কারণ আপনি যা করেছেন, তা আজীবন মনে থাকবে।” তিনি বর্ষার তিনটি সিনেমা শেষ করার পর অভিনয় ছাড়ার পরিকল্পনার প্রসঙ্গ টেনে বলেন, “আপনি এতই বাস্তববাদী যে সিনেমাগুলো শেষ হলেই ইন্ডাস্ট্রি ছাড়তে চান! তাহলে এখনই ইন্ডাস্ট্রি ছেড়ে দিন, না হলে এই সিদ্ধান্ত আজীবন বহন করুন।”

পরী বর্ষাকে আরও তীব্রভাবে আক্রমণ করে লেখেন, “আপনি এখন এসে বাচ্চার দোহাই দিচ্ছেন, কিন্তু একবারও ভেবেছেন আপনার ক্যারিয়ার ও বয়সের কথা? এই ইন্ডাস্ট্রিতে আপনি কত বছর ধরে ছিলেন এবং এতে কতটা ক্ষতি করেছেন, তা একবার ভাবুন।”

তিনি আরও বলেন, “আপনার বাচ্চাদের যদি আপনার মাকে দেখতে লজ্জা লাগে, যে মা নায়িকা ছিলেন, তাহলে অন্তত এই নিশ্চয়তা দিন যে তারা কখনোই ভুলে যাবে যে আপনি একসময় নায়িকা ছিলেন। আপনার পর্দায় নাচ, নাভি দেখানো, কাপড় উড়ে যাওয়া, এসব তারা মনে রাখবে না।”

বর্ষা সংবাদ সম্মেলনে তার স্বামী অনন্ত জলিলের প্রশংসাও করেছিলেন, যেখানে তিনি বলেন, যদি অনন্তকে ‘মেয়েদের বাজারে’ ছেড়ে দেওয়া হয়, তিনি কোনো দিকে নজর না দিয়ে স্ত্রীর কাছে ফিরে আসবেন। এই মন্তব্য নিয়েও পরী তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, “মেয়েদের বাজার বলার মানে কি? আম, মুলা, আলু বিক্রির বাজার?” এবং তিনি প্রশ্ন করেন, “মেয়েদের বাজার তৈরি করেছে কে? কখনো ভেবেছেন, এর পেছনে কারা দায়ী?”

পরীমণির এই স্ট্যাটাস ইতোমধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। কেউ তার স্পষ্টভাষী মন্তব্যের প্রশংসা করছেন, আবার কেউ তার ভাষা ও কটাক্ষের জন্য সমালোচনা করছেন। তবে পরী বরাবরই তার খোলামেলা মন্তব্যের জন্য পরিচিত, আর এই স্ট্যাটাসেও তার সেই পরিচয় স্পষ্ট হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: