সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

দেশে গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে, সাথে আওয়ামী লীগের বিচারও হতে হবেঃ মান্না

ডেইলি সিলেট ডেস্ক ::

সম্প্রতি আওয়ামী লীগকে ভোটে আনার প্রসঙ্গে সাম্প্রতিক আলোচনায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, “রাজনীতিতে আবার ফেরার জন্য আওয়ামী লীগ নিজে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা কেউ কেউ, যাঁরা খুব গুরুত্বপূর্ণ লোকজন, ঝগড়া করে ফোকাস করে তাদের সবার সামনে নিয়ে আসছি।”

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মাহমুদুর রহমান মান্না বলেন, “দেশে গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে, এবং একই সঙ্গে আওয়ামী লীগের বিচারও হতে হবে।”

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে মান্না বলেন, “আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব করছি না, এটি একটি রাজনৈতিক প্রস্তাব। তবে সরকার এবং সরকারপ্রধান জনগণের কাছে আহ্বান জানাবেন, সিদ্ধান্ত জনগণই নেবে।” তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সাড়ে সাত মাসে সাড়ে সাত সেন্টিমিটারও অগ্রগতি করতে পারেনি। নতুন কোনো রাজনৈতিক বার্তা বা গ্রহণযোগ্য বক্তব্য দিতে পারেনি, যা মানুষের সহানুভূতি পাবে। এমন পরিস্থিতিতে তারা রাজনীতিতে জনগণের সামনে দাঁড়াতে পারবে বলে মনে হয় না।”

নাগরিক ঐক্যের এই নেতা বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে কি না, সে ব্যাপারে সমঝোতা হয়েছে, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। যদি নির্বাচন সমঝোতার মাধ্যমে হয়, তবে এসব সংস্কার কেন করা হচ্ছে? সংস্কারের কাজ তো কোনো ফলপ্রসূ হবে না। যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা এত বছর লড়াই করেছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

নাগরিক ঐক্য আরও বলেছে, “সংস্কারের ক্ষেত্রে আমাদের লক্ষ্য হলো এমন একটি পরিবেশ সৃষ্টি করা, যাতে দেশে আর কোনো স্বৈরশাসক জন্ম না নেয়, মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পায়, এবং জনগণ স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থী ও দলকে ভোট দিতে পারে। কিন্তু সংস্কার কমিশন এসব মৌলিক উদ্দেশ্য থেকে অনেক দূরে চলে গেছে।”

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর কাদের লিখিত বক্তব্যে বলেন, “সংস্কার কমিশন বর্তমানে যে প্রস্তাবগুলো নিয়ে কাজ করছে, তা জাতির জন্য জরুরি নয়। যেমন—দেশকে চারটি প্রদেশে ভাগ করার, দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা সৃষ্টি এবং ৫০৫ আসনের আইনসভা গঠনের প্রস্তাবগুলো সময় ও সম্পদের অপব্যবহার ছাড়া কিছু নয়।”

নাগরিক ঐক্য জানায়, তারা ‘জাতীয় ঐকমত্য কমিশন’ দ্বারা প্রস্তাবিত সংস্কারের বিষয়ে ১০৪টি প্রশ্নে একমত, ৫১টি প্রশ্নে একমত নয় এবং ১১টি প্রশ্নে আংশিক একমত হয়েছে। এছাড়া, কমিশনের প্রশ্ন তৈরিতে যথাযথ মনোযোগের অভাব ছিল বলে তারা মন্তব্য করেছে।

অপরদিকে, নাগরিক ঐক্য বলেছে, “নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ব্যাপারে পক্ষপাতিত্বের গুঞ্জন আছে, যা দেশের জন্য কতটা মঙ্গলজনক তা বলা মুশকিল, তবে এটি গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা হতে পারে।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: