সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে একের পর এক প্রবাসী খুন

সিলেটের কানাইঘাটে প্রবাসী খুনের এক সপ্তাহের ব্যবধানে আরেক প্রবাসী খুন হয়েছেন। সৌদি প্রবাসী আব্দুল মতিনের পর এবার খুন হলেন কাতার প্রবাসী রশিদ আহমদ (২৮)। শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা খুনিদের বাড়িঘর পুড়িয়ে দেয়।

সোমবার ভোররাতে কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নে খালোপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রশিদ আহমদ ওই গ্রামের আনা মিয়ার ছেলে।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুটি পরিবারের শিশুদের মধ্যে ঝগড়া হলে তাতে পরিবারের অভিভাবকরা জড়িয়ে পড়েন। পরে স্থানীয় মুরব্বিয়ানরা বসে দুই পক্ষকে নিয়ে আপস-মীমাংসা করে দেন। কিন্তু মাহমুদ হোসেনের স্ত্রী পাখি বেগম ও তার ছেলে সাজু আহমদ, রাজু আহমদ, পারজু আহমদ সালিশ বিচার না মেনে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায় রোববার রাতে।

সালেহ আহমদের ওপর হামলার খবর পেয়ে তার সম্বন্ধী কাতার প্রবাসী রশিদ আহমদ ও তার বড় ভাই রাজা মিয়া বোনের বাড়িতে গিয়ে ভগিনীপতি সালেহ আহমদকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় রাজু আহমদ, সাজু আহমদ, পারজু আহমদ ধারাল অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসী রশিদ আহমদ ও তার বড় ভাই রাজা মিয়ার ওপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই গুরুতর আহত হলে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোর ৬টার দিকে প্রবাসী রশিদ আহমদ মারা যান।

প্রবাসী রশিদ আহমদের বড় ভাই রাজা মিয়াও (৩৫) গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এদিকে প্রবাসী রশিদ আহমদের মৃত্যুর সংবাদ পেয়ে গ্রামের উত্তেজিত কিছু লোকজন সোমবার দুপুর ১২টার দিকে রাজু-সাজুদের বসতঘরে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল একদল পুলিশ নিয়ে সোমবার সকালে ঘটনাস্থলে যান। তিনি জানান, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। তবে উভয়পক্ষই থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি।

এর আগে গত ১০ মার্চ কানাইঘাটের ডাউকেরগুল গ্রামের সৌদিআরব প্রবাসী আব্দুল মতিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই দেশে ছুটিতে আসা কাতার প্রবাসী রশিদ আহমদ হত্যাকাণ্ডের শিকার হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সূত্র: যুগান্তর

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: