সর্বশেষ আপডেট : ৪১ মিনিট ২২ সেকেন্ড আগে
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

“দ্রুত নির্বাচন না হলে মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে”

জনগণ ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর অপেক্ষায় আছে। এই অধিকার প্রয়োগ করতে অন্তর্বর্তী সরকার দ্রুত জাতীয় নির্বাচন না দিলে মানুষ আবার বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে বলে মন্তব্যে করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

রবিবার (১৬ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিলেট মহানগর বিএনপি বিভিন্ন ওয়ার্ডে ইফতার মাহফিলের অংশ হিসেবে ১০, ২২ ও ২৮ নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরোও বলেন, ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। তাই জনগণ আওয়ামী লীগের ওপর চরমভাবে ক্ষুব্ধ হয়েছে। এখনও যদি ভোট দেওয়ার সুযোগ না পায়, তাহলে জনগণ ভোটাধিকারের জন্য আবার আন্দোলন করতে পারে। ভোট দেওয়া আমার অধিকার। ১৭ বছর জনগণ ভোট দিতে পারেনি। মানুষ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অধীর অপেক্ষা করছে। সরকারকে মানুষের এই অনুভূতি বুঝতে হবে।

ইফতার মাহফিল গুলোতে অংশ গ্রহণ করে প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, আমরা সকলে একসঙ্গে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ কাজ করছি। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে কাজ করি, কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। কোনো ষড়যন্ত্রকারী বাংলাদেশ এবং দেশের মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। মানবিক বাংলাদেশ গড়তে একজন নাগরিক হিসেবে আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। প্রত্যেকটি নাগরিক হিসেবে আমরা যার যার অবস্থান থেকে যদি দায়িত্ব পালন করতে পারি, তাহলেই আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারব।

২২নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, মহানগর বিএনপির সহ-সভাপতি রহিম মল্লিক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদসহ ওয়ার্ড নেতৃবৃন্দ।

২৮নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি আফজাল উদ্দিন, দক্ষিণ সুরমা বিএনপির আহ্বায়ক ডা. এনামুল হক, সদস্য সচিব মকসুদ আহমদ (মেম্বার), মহানগর বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রানা, বরইকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হান্নান, জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম রুহুল, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ আহমদ কবির, স্বেচ্ছাসেবক দল নেতা হুসাইন আহমদ রুহুল, ২৮নং ওয়ার্ড বিএনপি নেতা হাজী ফখরুল ইসলাম, হেলাল আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত খান, শেখ আজাদ মিয়া, মোঃ রফিক মিয়া, এমদাদ হোসেন, সাজেল আহমদ, সহিদুর রহমান, সাহেদ আহমদ, তরুণ দলের জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রুহেল, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম, শামীম আহমদ আলীম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাহেল শাহ, ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নোমান আহমদ, সাবেক আহ্বায়ক সাহেদ আহমদ, ফয়েজুর রহমান ফেয়েজ, ফরহাদ আহমদ, তরুণ দলের মহানগর সাধারণ সম্পাদক ইসলাম আহমদ তায়েফ, ছাত্রদল নেতা শাকিল আহমদ, জনি, শাহ কাউছার, সুমন মিয়া, নাহিদ আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: