সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

হাসিনা দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছেন : কাইয়ুম

স্টাফ রিপোর্টার ::

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী অভিযোগ করেছেন যে, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের উসকে দিচ্ছেন এবং দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছেন। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে দেশের মানুষ জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। গত দেড় দশকে বিএনপির নেতাকর্মীদের মামলা-হামলা, খুন, গুম ও গুপ্তহত্যার শিকার হতে হয়েছে।

শনিবার (৮ মার্চ) বিকেলে বালাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার বিতরণ ও ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের অবসান ঘটে। তিনি সিলেটের রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ইলিয়াস আলী গুমের ঘটনা শেখ হাসিনার বিশ্বাসঘাতকতার বহিঃপ্রকাশ। এছাড়া, তিনি অভিযোগ করেন, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলকে গুলি করে হত্যা করা হলেও তার বিচার হয়নি।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমানের পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুহিনূর আহমদ, সহ-দফতর সম্পাদক মাহবুবুল আলম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরণ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, সহ-সভাপতি আমিরুল ইসলাম রুবেল, দুলাল হোসেন, শাহ জুনাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, ইউনুছ আলী, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমদ সেফুল, পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারী ও দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদী আহমদ প্রমুখ।

আলোচনা সভা শেষে ইফতার মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: