cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার ও সমতার ভিত্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দিতে বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। এবারের প্রতিপাদ্য—‘অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন।’
নারী অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ ইতিহাসের পথ বেয়ে এসেছে এই দিবসটি। ১৮৫৭ সালে নিউইয়র্কের সুতা কারখানার নারী শ্রমিকরা মজুরিবৈষম্য ও অমানবিক কর্মপরিবেশের বিরুদ্ধে আন্দোলনে নামেন। এরপর ১৯১০ সালে ডেনমার্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী সম্মেলনে ক্লারা জেটকিন প্রতি বছর ৮ মার্চ নারী দিবস পালনের প্রস্তাব দেন। ১৯৭৫ সালে জাতিসংঘ দিনটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়।
বাংলাদেশেও দিনটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যালি অনুষ্ঠিত হবে, যেখানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও যৌন হয়রানি প্রতিরোধ আইনের কার্যকর বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল সাড়ে ১০টায় মানববন্ধন আয়োজন করেছে জেন্ডার প্ল্যাটফর্ম বাংলাদেশ। এছাড়া, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, হিল উইমেন্স ফেডারেশন এবং নারী সংহতি নানা কর্মসূচি পালন করবে।
নারী দিবসে নারীর প্রতি সহিংসতা বন্ধ, সমান অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নের গুরুত্ব পুনর্ব্যক্ত করা হচ্ছে। কাজী নজরুল ইসলামের ভাষায়, ‘বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’ এই ভাবনাকে আত্মস্থ করলেই নারীর প্রতি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব হবে।