সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ

ডেইলি সিলেট ডেস্ক ::

ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে উপদেষ্টা, পিএসসি ও ইউজিসিসহ দেশের বিভিন্ন দপ্তরে একক আধিপত্য প্রতিষ্ঠার প্রতিবাদে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

বুধবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনের সামনে রেল লাইনে বসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রেলপথ অবরোধ করে এ সময় শিক্ষার্থীরা “ঢাকা না রংপুর, রংপুর রংপুর”, “ঢাকা না কুমিল্লা, কুমিল্লা কুমিল্লা”, “ঢাকা না রাজশাহী, রাজশাহী রাজশাহী”, “ঢাবি না রাবি, রাবি রাবি” স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেয় বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী ও সমন্বয়কেরা। তারা জানান, যে চেতনা আদর্শ নিয়ে দেশ পুনরায় স্বাধীন হলো, বৈষম্যমুক্ত বাংলাদেশে গড়ার ক্ষেত্রে এখনও বৈষম্য রয়ে গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, রাজনৈতিক কমিটিতে ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক আধিপত্য, পিএসসি, ইউজিসি থেকে শুরু করে সব ক্ষেত্রেই ঢাকাকে প্রাধান্য দেওয়া, উত্তর অঞ্চলকে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে এই বিক্ষোভ করছেন তারা।

রংপুরের আবু সাঈদ থেকে শুরু করে রাজশাহীর আলী রায়হানরা রক্ত দিয়েছে এই স্বাধীন বাংলাদেশের জন্য। অথচ সব ক্ষেত্রেই এ অঞ্চলকে বঞ্চিত করা হচ্ছে, যা কাম্য নয়। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আহত ও শহীদদের সহায়তার ক্ষেত্রেও বৈষম্য পরিলক্ষিত হচ্ছে, যা কোনোভাবেই কামনা নয় বলেও মন্তব্য করেন সমন্বয়কেরা।

রাবির সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, ‘সাত মাস হয়ে যাওয়ার পরও সবকিছু এক কেন্দ্রীক। বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিনিধি, ইউজিসি, পিএসসি প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রশাসন নিয়োগ, উপদেষ্টা মন্ডলি সকল জায়াগার স্টেক হিসেবে শুধুমাত্র এক কেন্দ্রিক ঢাকা এবং ঢাবি আধিপত্য বিস্তার করে আসছে। আমরা চাই বৈষম্যহীণ বাংলাদেশ। প্রত্যেকটা স্টেক রক্ত ঝড়িয়েছে। সবাই যেন সবার রক্তের হিসসা বুঝে পায় এটা আমরা অবশ্যই চাই।’

এদিকে রেল বিভাগ জানিয়েছে, দুপুর ২টার আগে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া কিংবা ছেড়ে আসা কোনো ট্রেন পথিমধ্যে নেই। এর আগে অবরোধ শেষ হলে রেল চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা হবে না।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: