সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বিএনপির সভায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই হাসমত বহিষ্কার

সুনামগহঞ্জ সংবাদদাতা ::

সুনামগঞ্জের দিরাই পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক হাসমত আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গত ২৫ ফেব্রুয়ারি দিরাই উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় হাসমত আলী বক্তব্যের শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জ জেলা বিএনপি হাসমত আলীকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার (৪ মার্চ) রাতে জেলা বিএনপির ফেসবুক পেজ ও আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের ব্যক্তিগত ফেসবুক পেজে বহিষ্কারাদেশ সংক্রান্ত একটি পত্র প্রকাশ করা হয়।

বহিষ্কারাদেশে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য অ্যাডভোকেট আব্দুল হকের স্বাক্ষর রয়েছে। চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আপত্তিকর স্লোগান দেয়ায় হাসমত আলীকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হলো এবং স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মতবিনিময় সভায় হাসমত আলী ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পরপরই বিষয়টি ভাইরাল হয়ে যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: