cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
জকিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত ৮টি কলেজ কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পর আজ দুপুর ২টায় জকিগঞ্জ বাজারে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ইছামতি ডিগ্রি কলেজ, জকিগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ, বারহাল ডিগ্রি কলেজ, লুৎফর রহমান স্কুল অ্যান্ড কলেজ, জি.এম.সি একাডেমি, গুরু সদয় স্কুল অ্যান্ড কলেজ, শাহবাগ স্কুল অ্যান্ড কলেজ, গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবগঠিত কমিটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিলটি জকিগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। সেখানে বক্তারা বলেন, কেন্দ্রীয় ছাত্রদল গণতান্ত্রিক উপায়ে ত্যাগী ও যোগ্য নেতাদের দিয়ে কমিটি গঠন করেছে, যা সংগঠনকে আরও শক্তিশালী করবে। এ সময় নেতাকর্মীরা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এবং সিলেট জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমেদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান পাপলুকেও সফল কাউন্সিল আয়োজনে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান নেতারা।
নবনির্বাচিত নেতারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেবেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাস ও উগ্রবাদমুক্ত রাখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন ইছামতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহরিয়ার আহমদ সুজন, জকিগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জবরুল ইসলাম ইমন, জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ, জকিগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহবুব আলম, ইছামতি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াসিম জাফরসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
এই আনন্দ মিছিল ও পথসভা জকিগঞ্জের ছাত্রদলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে, যা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতারা আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি