cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
ছাত্রদের নতুন সংগঠনের আত্মপ্রকাশের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে দুই পক্ষ পাল্টাপাল্টি অবস্থান নেয়। ফলে উত্তেজনা তৈরি হয়। মধুর ক্যান্টিনের সামনে অবস্থান নেয়া শিক্ষার্থীদের একটি পক্ষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশীদের পক্ষে স্লোগান দিচ্ছিলেন। অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উত্তরার কমিটি দেয়ার দাবি জানিয়ে স্লোগান দিচ্ছিলেন আরেকপক্ষ। উত্তেজনার এক পর্যায়ে তাদের মধ্যে কিছুটা হাতাহাতিও হয়।
বুধবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে একটি সংবাদ সম্মেলনে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করার কথা ছিল। তবে বিকেল সাড়ে ৫টার সময়ও তা হয়নি।
রিফাত রশিদকে নতুন দলে না রাখার গুঞ্জনে একদলের স্লোগান ছিল ‘রিফাত রশিদের ভয় নাই রাজপথ ছাড়ি নাই’।
বিপরীতে ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘উত্তরায় বৈষম্য মানি না মানব না’ স্লোগান ছিল অন্যপক্ষের।
মঞ্জুরুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তরার পূর্ব ও পশ্চিমে কমিটি এখনও দেয়া হয়নি। তারা এখন নতুন দল ঘোষণা করতে চাচ্ছেন। এটা অবশ্যই বৈষম্য।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রিফাত রশিদের ভূমিকা আপনারা সবাই জানেন। তাকে বাদ দিয়ে যদি কোন কমিটি হয় তা কখনও আমাদের ম্যান্ডেট নিয়ে হতে পারে না।
বৈষম্যবিরোধী আন্দোলনের এক সমন্বয়ক বলেন, গত কয়েকদিনে উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনের নামে কয়েকজন কিছু বেআইনি কাজ করেছে। তারাই এখন এখানে এসে স্লোগান ধরেছে।
গত ১৯ ফেব্রুয়ারি রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রিফাত রশীদ বলেছিলেন, যারা সংগঠনটির মধ্যে থেকে নতুন কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে চান, তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ ছাড়তে হবে।