সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ১৭ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বিআরটিএ সিলেট অফিস ঘেরাও করলো পরিবহন শ্রমিকরা

সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন প্রদান, অন্যায়ভাবে আটক গাড়ি ছেড়ে দেওয়া, আইন প্রয়োগের নামে হয়রানি বন্ধ এবং অবৈধ টমটম ও ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে সিলেটের পরিবহন শ্রমিকরা বিআরটিএ সিলেট অফিস ঘেরাও করেছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে পূর্বঘোষিত ৩ দফা দাবিতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিআরটিএ অফিস ঘেরাও করে বিক্ষোভ সমাবেশে অংশ নেন সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন-৭০৭, সিলেট জেলা-২০৯৭ ও সিলেট জেলা রেজিস্ট্রেশনবিহীন সিএনজি মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নেতাকর্মীরা।

বেলা ১টার দিকে বিআরটিএ সিলেট অফিসের পরিচালক আবু আশরাফ সিদ্দিকী শ্রমিকদের সঙ্গে আলোচনা করে আগামী ৭ দিনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দেন। এরপর পরিবহন শ্রমিকরা সাময়িকভাবে ঘেরাও কর্মসূচি স্থগিত করেন।

বিআরটিএ প্রতিনিধি আবু আশরাফ সিদ্দিকী বলেন, আমরা শ্রমিকদের কল্যাণে কাজ করতে চাই। তাদের দাবিগুলো যথাযথভাবে বিবেচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।

৭০৭ কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক নেতা এম. বরকত আলী ও রাজা আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক, সিলেট সড়ক পরিবহন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ৭০৭ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. জাকারিয়া। তিনি বলেন, সরকার নির্ধারিত ভ্যাট ও ফি প্রদান করেও সিএনজি চালিত অটোরিকশার মালিক-শ্রমিকরা হয়রানির শিকার হচ্ছেন। এটি একটি বৈষম্যমূলক নীতি। আগামী ৭ দিনের মধ্যে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। পুলিশের হাতে শত শত সিএনজি আটক রয়েছে। যারা ঘুষ দিতে পারেননি, তাদের গাড়ি জব্দ করা হয়েছে। অবিলম্বে এসব গাড়ি ছেড়ে দিতে হবে।

তিনি আইন প্রয়োগের নামে হয়রানি বন্ধ এবং অবৈধ টমটম ও ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এতে বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন-৭০৭-এর সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়া, কার্যকরী সভাপতি সুন্দর আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন। সিলেট জেলা-২০৯৭-এর সভাপতি আব্দুল আলীম ভাষানী, সাধারণ সম্পাদক মোঃ শাহীন আহমেদ, কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন। সিলেট জেলা রেজিস্ট্রেশনবিহীন সিএনজি মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ-এর সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক শাহাজাহান মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা আব্দুল মান্নান, কাওছার আহমেদ, আলতাব চৌধুরী, রফিক মিয়া, জলিল মিয়া, সুজন মিয়া, সেবুল আহমেদ, নুরুল ইসলাম খান, কামরুল ইসলাম, খলিল মিয়া, মকবুল হোসেন, সবুজ মিয়া, আউয়াল মিয়া, এবাদুল আহমদসহ আরও অনেকে। পরিবহন শ্রমিকরা হুঁশিয়ারি দেন যে, আগামী ৭ দিনের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: