সর্বশেষ আপডেট : ৩১ মিনিট ১০ সেকেন্ড আগে
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ: তারেক রহমান

ডেইলি সিলেট ডেস্ক ::

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমানে দেশের মানুষকে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ।

শনিবার দুপুর ১টার দিকে যশোর জেলা বিএনপির কমিটি নির্বাচন সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া। আমরা প্রত্যাশা করি সেই কাজটা এই অন্তর্বর্তীকালীন সরকার মনোযোগ সহকারে এবং যত দ্রুত সম্ভব করবে।

তারেক রহমান বলেন, যারা আজ সংস্কারের কথা বলছেন তাদের সঙ্গে বিএনপির পার্থক্য রয়েছে। স্বৈরাচার যখন অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে রেখেছিল, মানুষের ভোটের অধিকার হরণ করে রেখেছিল, তখন তার সেই রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩১ দফা উপস্থাপন করেছে।

তিনি বলেন, স্বৈরাচারের চোখে চোখ রেখে বিএনপি বলেছে তোমরা দেশকে ধ্বংস করেছ, আমরা দেশকে পুনর্গঠন করব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজ আমরা অনেকের কাছে বড় বড় সুন্দর কথা শুনতে পাচ্ছি। অনেকের অনেক সুন্দর সুন্দর কথা আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে। কিন্তু সেই সময় এই সব ব্যক্তির কাছ থেকে আমরা সংস্কারের কোনো কথা শুনতে পারিনি।

তিনি বলেন, আজকে আমরা বিভিন্ন জনের কাছে বিভিন্ন কথা শুনতে পাই যে, অমুকের অমুকের ক্ষমতার পরিবর্তন করতে হবে। হ্যাঁ সেটি হয়ত প্রয়োজন। আমরা শুনতে পাই আমাদেরকে রাজনীতির বিভিন্ন গুণগত পরিবর্তন করতে হবে। অবশ্যই গুণগত পরিবর্তন আমাদেরকে করতে হবে। রাজনীতির যে গুণগত পরিবর্তন আনার দরকার সেটির উদ্যোগ বিএনপি গ্রহণ করেছে।

তারেক বলেন, একটি পরিবারের সব সদস্য যেমন এক রকম হয় না, হতে পারে আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর ভেতরেও কোনো কোনো নেতাকর্মী হয়ত বিভ্রান্ত হয়ে এমন কোনো কাজ করেছেন যেই কাজের নৈতিক কোনো সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়।

সেই জন্য আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে, দলীয় অবস্থান থেকে সেই সব নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি।

জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য আমান উল্লাহ আমান, বিএনপির নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, নির্বাহী কমিটির সদস্য মফিকুল ইসলাম তৃপ্তি, টিএস আইয়ুবসহ আরও অনেকেই।

এ অধিবেশনে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপির যে নেতাকর্মীরা প্রাণ দিয়েছেন তাদের পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা তুলে দেওয়া হয়।

জেলা বিএনপির কমিটি নির্বাচনের ভোট গ্রহণ দুপুর ২টায় শুরু হয়ে চলবে বিকাল পাঁচটা পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: