সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
সোমবার, ১৭ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ডেভিল হান্ট: বাউফলে কাউন্সিলর-ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

ডেইলি সিলেট ডেস্ক ::

পটুয়াখালীতে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে সাবেক পৌর কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত বাউফল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগ নেতা বেল্লাল হোসেন, কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ফকরুল ইসলাম ফোরকান এবং সূর্যমনি ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমরান ব্যাপারী।

পুলিশ জানায়, ২০২২ সালে বাউফল সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এক সভায় হামলা, ভাঙচুর ও জখমের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৩ সালের ২৪ আগস্ট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমান বাউফল থানায় মামলা করেন। মামলার তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্টতা পাওয়া যায়।

বাউফল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বিশেষ এই অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: