সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বুধবার, ১৯ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ভারতীয় গরুর চালানসহ পাঁচ চোরাকারবারি আটক

সুনামগঞ্জ সংবাদদাতা ::

সুনামগঞ্জের ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় গরুর একটি চালান জব্দসহ পাঁচ চোরকারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার (৯ ফেব্রুয়ারি) ভোররাতে ধর্মপাশা থানার পাইকুরাটি পাঁকা সড়কে অভিযান চালিয়ে চারটি পিকআপভর্তি ১৯টি গরু জব্দ করা হয়।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন—সুনামগঞ্জের মধ্যনগর থানার আলীয়ারপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে রাকিব, বলরামপুর গ্রামের নয়ন মিয়ার ছেলে ফাহিম, একই গ্রামের মৃত সামছুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম, নেত্রকোনা জেলার বারহাট্রা থানার আলুকদিয়া গ্রামের মৃত ভাগু মিয়ার ছেলে রাতুল মিয়া ও ছয়হাল গ্রামের রুহুল আমিনের ছেলে মাসুদ খান।

ওসি জানান, জব্দকৃত ১৯টি গরু ও চারটি পিকআপের আনুমানিক মূল্য প্রায় ৩৬ লাখ ৭৫ হাজার টাকা। এই ঘটনায় আটক পাঁচ চোরাকারবারির নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ছয়জনের বিরুদ্ধে ধর্মপাশা থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, মধ্যনগর থানার মহেষখোলা, মাটিরাবন ও বাঙ্গালভিটা সীমান্ত এলাকার একাধিক বাসিন্দা জানিয়েছেন, সম্প্রতি মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ৪০টি ভারতীয় গরুসহ চারজন চোরাকারবারিকে আটক করে থানায় সোপর্দ করেন।

সীমান্তবাসীদের অভিযোগ, মধ্যনগর থানা পুলিশের কিছু অসৎ কর্মকর্তা মাদক, চোরাই গরু, শাড়ি, কম্বল, মোটরসাইকেল, ফলমূলসহ বিভিন্ন মালামাল পাচারের সঙ্গে জড়িত চোরাকারবারিদের সহযোগিতা করছে। একদিকে ভারত থেকে অবৈধভাবে গরু, মদ, গাঁজা, ইয়াবা, থান কাপড় ও প্রসাধনী আমদানি করা হচ্ছে, অন্যদিকে সুপারি, রজন, মাছ, মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী ভারতে পাচার করা হচ্ছে।

ধর্মপাশা থানা পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: