সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
সোমবার, ১৭ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে ভারতীয় চিনিসহ ট্রাক জব্দ, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার ::

সিলেট শাহপরাণ (রহ.) থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫,০৯২ কেজি ভারতীয় চিনি, ৩০৮ বস্তা, এবং একটি ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ০৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে শাহপরাণ (রহ.) থানাধীন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে মেসার্স ইসলাম ব্রাদার্সের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। ট্রাকটির চালক ও সহকারীর কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায়, উপস্থিত সাক্ষীদের সামনে ট্রাকটি তল্লাশি করে পুলিশ।

তল্লাশি করে একটি হলুদ রঙের ট্রাক (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট-১৮-১০৫৫), আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা। ৪০ ফুট ৩/৪ সাইজের পাথর, আনুমানিক মূল্য ২,৮০০ টাকা। ৩০৮ বস্তা ভারতীয় চিনি (WHITE CRYSTAL SUGAR, INDIA), মোট ওজন ১৫,০৯২ কেজি, আনুমানিক মূল্য ১৮,১১,০৪০ টাকার মালামাল উদ্ধার করা হয়।

এ সময় সিলেট জৈন্তাপুর থানার ডুপি (সারিঘাট) গ্রামের মৃত শফিকুর রহমানের পুত্র মোঃ কবির আহমেদ (৩২) ও সিলেট জৈন্তাপুর থানার ডুপি (সারিঘাট) গ্রামের মোঃ চান মিয়ার পুত্র মোঃ শাকিল আহমেদ (১৯)কে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃত ব্যক্তিরা ট্রাকের মালামালের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছে এবং জিজ্ঞাসাবাদে এই মালামালের মালিক অজ্ঞাত একজন ব্যক্তি বলে তারা জানিয়েছেন।

এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে, এফআইআর নং-১১, 25B(1)(b)/25D The Special Powers Act, 1974 ধারায় মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) জানায়, চোরাচালান ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: