সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

হবিগঞ্জে সাবেক এমপির সহকারীসহ ৩ জন আটক

হবিগঞ্জ সংবাদদাতা ::

হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের ব্যক্তিগত সহকারী (পিএ) জামাল হোসেনসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হবিগঞ্জ শহরের কালিবাড়ি এলাকা থেকে জামাল হোসেনকে আটক করা হয়। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জামালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি গত ৯ জানুয়ারি সদর উপজেলার লোকড়া গ্রামের হাফিজুর রহমান দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই আন্দোলনকারীরা থানার সামনে গেলে জামালসহ আরও কয়েকজন তাদের ওপর হামলা চালান। এতে হাফিজুর রহমানসহ বেশ কয়েকজন আহত হন।

এছাড়া, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদকে সেনাবাহিনী আটক করেছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ।

একই রাতে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ছাত্রলীগ কর্মী মো. আব্দুস ছালাম মিয়াকে আটক করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি সরকারবিরোধী পোস্ট শেয়ার ও প্রচারের মাধ্যমে গুজব ছড়াচ্ছিলেন।

আটককৃতদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: