cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্টাফ রিপোর্টার ::
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে এক বর্ণাঢ্য লাল পতাকা র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) বিকেল ৪:৩০ মিনিটে ক্বীণ ব্রিজের উত্তর পাড় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের জিন্দাবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এসে সমাবেশে পরিণত হয়।
সিলেট জেলা কমিটির অন্যতম নেতা রমজান আলী পটুর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মো. ছাদেক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটির সহ-সভাপতি জালাল মিয়া, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহ্বায়ক শুভ আজাদ শান্ত, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির অন্যতম নেতা ইমান আলী, শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুনু মিয়া সাগর, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট সদর উপজেলা কমিটির অন্যতম নেতা মো. নুরুল হক, মীরেরচক শ্রমজীবী সংঘের অন্যতম নেতা দুলাল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আত্মপ্রকাশ হয়েছিল সাম্রাজ্যবাদবিরোধী গণতান্ত্রিক শক্তির জাতীয় ভিত্তিক সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য। তারা বলেন, বাংলাদেশ একটি নয়া ঔপনিবেশিক আধা-সামন্তবাদী দেশ, যেখানে কখনো গণতন্ত্র ছিল না এবং এখনো নেই। এ দেশের শাসনব্যবস্থা আসলে সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা নিয়ন্ত্রিত।
নেতৃবৃন্দ আরও বলেন, আন্তর্জাতিক রাজনীতিতে সাম্রাজ্যবাদীরা বিশ্বকে বিভক্ত করতে এবং তাদের সংকট থেকে মুক্তির জন্য যুদ্ধকে সামনে আনছে। এর ফলে বাংলাদেশও আন্তর্জাতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তারা শ্রমিক-কৃষকদের অধিকার রক্ষার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে দেশের শ্রমজীবী জনগণের মুক্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশ শেষে সংগঠনের নেতাকর্মীরা জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের সংগ্রাম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং শ্রমিক-কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।