cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্টাফ রিপোর্টার ::
সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চালু রাখার দাবিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, ফ্লাইট বন্ধ হলে সিলেটের প্রবাসীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সিলেট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি এম এ মুকিত ও সাধারণ সম্পাদক আশরাফ গাজী এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জানানো হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এখন বিমানের একটি অসাধু চক্র সিলেট-ম্যানচেস্টার রুট বন্ধের অপচেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।
নেতৃবৃন্দ আরও বলেন, লন্ডন-সিলেট-লন্ডন ফ্লাইটের ভাড়া কমানোর জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হচ্ছে। পাশাপাশি, প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারে অন্তত দু’জন প্রবাসীকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তারা।
সংগঠনের নেতারা দাবি করেন, জাতিসংঘ ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সব উদ্যোগকে সমর্থন করেছে এবং তারা সরকারের পাশে থাকতে চান। প্রবাসীরা দীর্ঘদিন ধরে স্বৈরাচারী সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে রেমিট্যান্স পাঠানো বন্ধ রেখেছিলেন। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এখন অর্থ পাঠানো শুরু হয়েছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তারা আরও বলেন, ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটের ফ্লাইট নিশ্চিত করা এবং অন্যান্য আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর ফ্লাইট চালুর অনুমতি দেওয়া জরুরি। এতে প্রবাসীরা স্বল্প খরচে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সেক্রেটারি বদরুজ্জামান সেলিম, কমিউনিটি নেতা আসাদুজ্জামান আহমেদ, নাট্যকার ও কমিউনিটি নেতা নুরুল আমিন, সমাজসেবী ও রাজনীতিবিদ মো. আব্দুল ওয়াহিদ, লন্ডন-সিলেট ফ্রেন্ডশিপ অর্গানাইজেশনের সেক্রেটারি কামাল হাসান জুয়েল, তরুণ সংগঠক দিলোয়ার হোসেন মামুন ও সাহেদ আহমদ প্রমুখ।