সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সড়ক দুর্ঘটনা : সিলেটে ১ মাসে নিহত ৩৬, আহত ৬৮

স্টাফ রিপোর্টার ::

সিলেট বিভাগে নতুন বছরের প্রথম মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৬ জন এবং আহত হয়েছেন ৬৮ জন। জানুয়ারি মাসে বিভাগের চারটি জেলায় মোট ৩৩টি সড়ক দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিহতদের মধ্যে ১৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সিলেট জেলায়, আর সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে মৌলভীবাজার জেলায়।

জানুয়ারি মাসে জেলার ভিত্তিতে সড়ক দুর্ঘটনার চিত্র নিম্নরূপ:

সিলেট জেলা: ১৭টি দুর্ঘটনায় ২০ জন নিহত, ৩৩ জন আহত।
সুনামগঞ্জ জেলা: ৫টি দুর্ঘটনায় ৫ জন নিহত, ১ জন আহত।
মৌলভীবাজার জেলা: ৩টি দুর্ঘটনায় ২ জন নিহত, ৩ জন আহত।
হবিগঞ্জ জেলা: ৮টি দুর্ঘটনায় ৯ জন নিহত, ৩১ জন আহত।

নিসচার কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু জানান, বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক, অনলাইন পত্রিকা এবং নিসচার শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, নিহতদের মধ্যে ১৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৯ জন সিএনজি চালক ও যাত্রী, ৯ জন পথচারী এবং ১০ জন চালক রয়েছেন। দুর্ঘটনার কারণগুলোর মধ্যে রয়েছে:

⇒নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৫টি দুর্ঘটনায় ৪ জন নিহত।
⇒মুখোমুখি সংঘর্ষে ৮টি দুর্ঘটনায় ১০ জন নিহত।
⇒বৈদ্যুতিক খুঁটি বা গাছের সঙ্গে ধাক্কায় ৩টি দুর্ঘটনায় ৩ জন নিহত।
⇒নিহতদের মধ্যে ২৪ জন পুরুষ, ৮ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বর মাসে সিলেট বিভাগে ৩১টি সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত এবং ৭৭ জন আহত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: