সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

শাহপরাণ থানা পুলিশের অভিযানে ভারতীয় চিনি ও ট্রাকসহ আটক ১

স্টাফ রিপোর্টার ::

শাহপরাণ (রহঃ) থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭,৫৪২ কেজি ভারতীয় চিনি ও একটি ট্রাকসহ একজনকে আটক করা হয়েছে। জব্দকৃত চিনি ও ট্রাকের আনুমানিক মূল্য প্রায় ৫১ লক্ষ টাকা। এসএমপি (মিডিয়া) এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, অভিযানের অংশ হিসেবে রোববার (২ ফেব্রুয়ারি) শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ সানাউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মুরাদপুরস্থ ১৭ পদাতিক ডিভিশন, সিলেট সেনানিবাসের মেইন গেট থেকে ২৫০ গজ উত্তরে বিশেষ চেকপোস্ট স্থাপন করে। রাত ১০:৫৫ ঘটিকায় সন্দেহভাজন একটি হলুদ রঙের বড় ট্রাক (রেজিঃ নং- ঢাকা-মেট্রো-ট-২০-১৮৮০) থামানোর সংকেত দিলে ট্রাকটি থামে। চালকের কথাবার্তায় সন্দেহ হলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ট্রাকটি তল্লাশি করা হয়।

এ সময় ১টি হলুদ রঙের বড় ট্রাক (রেজিঃ নং: ঢাকা-মেট্রো-ট-২০-১৮৮০) আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা। ৩০ ফুট মোটা বালু, আনুমানিক মূল্য ৯০০ টাকা, ৩৫৮ বস্তা ভারতীয় চিনি (প্রতি বস্তায় ৪৯ কেজি) মোট ১৭,৫৪২ কেজি, আনুমানিক মূল্য ২১,০৫,০৪০ টাকা জব্দ করা হয়।

ঘটনার সাথে জড়িত থাকায় ঢাকার ধামরাই এলাকার ছোট চন্দ্রাইল’র বাসিন্দা মোঃ হেলাল উদ্দিন ব্যাপারী পুত্র মো. আশরাফুল আলম (৪৫) আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আলম জানান, সিলেটের জৈন্তাপুর থানাধীন হরিপুর গ্রামের স্বপন (৪১) এই মালামালের প্রকৃত মালিক।

উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রঃ) থানায় এফআইআর নং-৫, তারিখ- ০২ ফেব্রুয়ারি, ২০২৫; ধারা- 25B(1)(b)/25D The Special Powers Act, 1974 অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত অভিযুক্তকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: