সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান : সিলেটী যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ::

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে প্রায় ৩ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে অনেকেই অপরাধে অভিযুক্ত।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) অভিযান চালিয়ে শিব্বির আহমদ নামক যুবককে গ্রেপ্তার করেছে। তার বাড়ি বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায়। এ ঘটনা বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগের সৃষ্টি করেছে।

গত ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি এবং আইস বিভিন্ন অঙ্গরাজ্যে “অপারেশন সেফগার্ড” নামে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এ অভিযানটি বিশেষ করে স‍্যাংচুয়ারি সিটিতে ব‍্যাপকভাবে চলছে, যার মধ্যে নিউইয়র্ক, টেক্সাস, ফ্লোরিডা, বস্টন, ইলিনয়েস, জর্জিয়া এবং নিউজার্সি অন্তর্ভুক্ত রয়েছে।

এই অভিযানে গ‍্যাং সদস্য, যৌন নিপীড়ক এবং হত্যার অভিযোগে অভিযুক্ত কয়েকশ অপরাধীসহ অনেক অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে বেশ কিছু অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

নিউইয়র্কে গত রবিবার থেকে অভিযানের সূচনা হলেও, মঙ্গলবার গভীর রাতে আইস, এটিএফ, এবং ডিইএ যৌথভাবে একটি বড় অভিযান পরিচালনা করে। এতে একাধিক অপরাধীসহ বেশ কিছু অবৈধ অভিবাসী গ্রেপ্তার হয়।

জ্যাকসন হাইটসে ভোর ৬টার দিকে আইস একটি বাসায় অভিযান চালায় এবং বাসায় অবস্থানরত সকলের পরিচয় যাচাই করে। অভিযানে শিব্বির আহমদ নামক অনিবন্ধিত অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। তবে, তার অবস্থান সম্পর্কে এখনো কোন তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনার পর বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে, এবং অনেকেই গ্রেপ্তার আতঙ্কে গা ঢাকা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: