সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

পরীমনি নতুন করে প্রেমে পড়তে নারাজ!

ডেইলি সিলেট ডেস্ক ::

কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমায় অভিনয় করেছেন দেশের আলোচিত নায়িকা পরীমনি। দেবরাজ সিং পরিচালিত এ সিনেমার প্রচারণায় ভিসা সমস্যার জন্য যেতে পারেননি নায়িকা। এ ছবিতে অভিনয়সহ প্রেম, ক্যারিয়ার নিয়েই সম্প্রতি ভারতের আনন্দবাজার পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন এ নায়িকা। এতে ‘ফেলুবক্সী’তে অভিনয় বিষয়ে পরীমনি বলেন, সত্যি বলতে অভিনয় করার ভাবনা নিয়ে কলকাতায় আসিনি। মনে মনে কোনো প্রস্তুতি না থাকলে সেটা হলে বা না হলে কোনো অনুভূতি তৈরি হয় না। আমারও তাই। কারণ, তখনো আমি পুরোপুরি মাতৃত্বে ডুবে। পদ্ম আরও ছোট। ওকে সামলে কী করে কাজ করবো, সেটাই একমাত্র চিন্তা। ওকে ছেড়ে কাজ করার ভাবনাও নেই। কিন্তু ছবিতে আমার অভিনীত চরিত্র শোনার পর সেই আমি কিছুতেই ‘না’ বলতে পারলাম না। পরী কি খুব দুষ্টু? না ছেলেমানুষ এখনো? পুরুষ বন্ধুর হাত নিয়ে খেলা করে সকলের ঘুম ছুটিয়ে দেন! নায়িকা হেসে বলেন, ও আমার ছোটবেলার বন্ধু। আমি যখন প্রথম নাচ করতাম তখনকার বন্ধু। ওর নাম চঞ্চল। একদিন একসঙ্গে গাড়িতে আড্ডা দিতে দিতে ফিরছিলাম। হঠাৎ মনে হলো, এ রকম কিছু করলে কেমন হয়? তার যে এই ফলাফল হবে বুঝতে পারিনি। অনুরাগীরা তো ভাবলেন আপনি আবার প্রেমে পড়েছেন? পরী বলেন, কী করে যে বোঝাই, আমার আর প্রেম আসে না। ওই জোন থেকে বেরিয়ে এসেছি। সকলের শুভেচ্ছা পড়তে পড়তে মনে হলো, বুঝি বেশিই বাড়াবাড়ি করে ফেলেছি। পরের দিন ঘুম থেকে উঠে তাই সমাজমাধ্যমে ভিডিও’র পুরো অংশ দিয়ে আত্মসমর্পণ করলাম। কথায় কথায় পরী বলেন, তবে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমার সেই দশা। আমার প্রেম নিয়ে আমার যত না মাথাব্যথা, বাকিদের যেন বেশি! আমার প্রেম হলে ওদের যে কী সমস্যা! দেখি, মন-টন ভেঙে যায়। আমি কারও হবো না, তাতে লোকে খুশি। একজন কারও হলেই বিশাল ব্যথা! সবাইকে জানাতে চাই, আমি কারও নই বাবা! তোমরা খুশি থাকো। পরীমনি নতুন করে প্রেমে পড়তে নারাজ! জীবন কি তাকে বড় করে দিলো? এ নায়িকা বলেন, জীবন অনেক কিছু শিখিয়ে দিলো। অনেক রকম ভাবে চলতে শেখালো। সম্ভবত, আমার এখন সেই অবস্থা যাচ্ছে। তা ছাড়া, এত প্রেম করেছি! আমার মতো ফাটিয়ে প্রেম বোধ হয় ইন্ডাস্ট্রিতে কেউ করেনি। আমার প্রেমের কোটা শেষ

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: