cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে উত্তর কোরিয়ার প্রায় ৩০০ সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭০০ সৈন্য। সোমবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
দেশটির গোয়েন্দা সংস্থার ব্রিফিংয়ের পর আইনপ্রণেতা লি সিয়ং-কিউয়ান জানিয়েছেন, কুরস্ক অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে রাশিয়ায় উত্তর কোরীয় সৈন্য মোতায়েন আরও বাড়ানো হয়েছে।
চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৩০০ উত্তর কোরিয়ার সৈন্য নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও ২৭০০ সৈন্য। তার দাবি, উত্তর কোরিয়ার অভিজাত স্টর্ম কর্পসের সৈন্যদেরকে বন্দি না হয়ে বরং আত্মহত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে।
আইনপ্রণেতা আরও বলেন, মৃত সৈন্যদের কাছ থেকে পাওয়া মেমোগুলোতে যে ইঙ্গিত পাওয়া গেছে তা হলো- প্রতিপক্ষের হাতে ধরা পড়ার আগে আত্মহত্যা বা বিস্ফোরণের মাধ্যমে নিজেকে উড়িয়ে দেওয়ার জন্য চাপ দিয়েছিল উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ উত্তর কোরিয়ার দুই সৈন্যকে বন্দি করেছে। পূর্ব ইউরোপের এই দেশটি আহত যোদ্ধাদের জিজ্ঞাসাবাদের ভিডিও প্রকাশ করেছে এবং বন্দি ইউক্রেনীয় সৈন্যদের জন্য বন্দি বিনিময়ের প্রস্তাবও সামনে এনেছে।
লি বলেন, উত্তর কোরিয়ার এক সৈন্য বন্দি হওয়ার আগে ‘জেনারেল কিম জং উন’ বলে চিৎকার করেন এবং নিজের কাছে থাকা গ্রেনেডের বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেন। কিন্তু তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
সিউল অবশ্য অতীতে দাবি করেছে, কিয়েভের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করার জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ১০ হাজারেরও বেশি সৈন্য রাশিয়ায় পাঠিয়েছেন। পিয়ংইয়ংয়ের আধুনিক অস্ত্র এবং স্যাটেলাইট প্রোগ্রামগুলোর জন্য রাশিয়ান প্রযুক্তিগত সহায়তার বিনিময়ে দেশটিতে কিম সেনা পাঠিয়েছেন বলেও ইতোপূর্বে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।