cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্টাফ রিপোর্টার ::
সিলেট জেলা প্রশাসনের ভবনের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল অপসারণের জন্য তৌহিদী জনতা তিন দিনের আল্টিমেটাম দিয়েছে। বৃহস্পতিবার জোহরের নামাজের পর এ বিষয়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বন্দরবাজার কালেক্টর জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্য দেন জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা রফিকুল ইসলাম মুশতাক, ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সিলেট ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মো. রফিকুল ইসলাম, ছাত্রনেতা আখতার আহমদসহ আরও অনেকে।
সূত্র মতে, ৫ আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর শেখ রাসেল হাসান ২২ আগস্ট পর্যন্ত সিলেট জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন। সেই সময় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল এবং হয়তো সেই সুযোগেই ম্যুরালটি ঢেকে দেওয়া হয়। তার পরবর্তী সময়ে, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুবর্ণা সরকার ১১ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালনকালে ম্যুরালটি সাদা কাপড়ে ঢেকে রাখা হয়। পরে এটিকে আরও সজ্জিত করতে পর্যটন স্পটের ছবি দিয়ে সাজানো হয় এবং নিচে লেখা হয় “প্রকৃতি কন্যা সিলেটে স্বাগতম”।
এ বিষয়ে কাজির বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ বলেন, “ফ্যাসিস্টদের খুশি করতে প্রশাসনের কিছু সদস্য এই কাজ করেছে। তবে পুণ্যভূমি সিলেটে এমন ম্যুরাল কোনোভাবেই রাখা হবে না। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, এটি অপসারণ করতেই হবে।”
এ প্রসঙ্গে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, “কে বা কারা ম্যুরালটি ঢেকে রেখেছিল তা আমার জানা নেই। তবে ছাত্র-জনতা চাইলে তারা এটি অপসারণ করতে পারে।”