সর্বশেষ আপডেট : ১৯ ঘন্টা আগে
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

লোভাছড়া কোয়ারীর জব্দকৃত পাথরের পরিমাণ ও সীমানা নির্ধারণের দাবি

কানাইঘাটের লোভাছড়া কোয়ারীর উভয়পাড়ে স্তূপাকারে রাখা পাথর বৈধ ইজারার মাধ্যমে ক্রয়-বিক্রয় করতে সরকারের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা।

বুধবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, লোভাছড়া কোয়ারীতে পাথর উত্তোলন করা হয় শুকনো মৌসুমে এবং তা স্থানান্তর করা হয় নদীপথে। স্থলপথে লোভা কোয়ারীর পাথর ক্রয়-বিক্রয় বা স্থানান্তরের কোনো ব্যবস্থা নেই। নেতৃবৃন্দ অভিযোগ করেন, ২০২০ সালে ইজারার মেয়াদ শেষ হওয়ার পর পরিবেশ অধিদপ্তরের নির্দেশে কোয়ারীতে স্তূপ করে রাখা পাথর জব্দ করা হয়। পরবর্তীতে অধিদপ্তর একাধিকবার নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করলেও আইনি জটিলতার কারণে তা কার্যকর হয়নি।

নেতৃবৃন্দ জানান, সর্বশেষ গত ২৯ ডিসেম্বর পুনরায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে নিলামে মালামালের বিবরণে জব্দকৃত পাথরের পরিমাণ, সীমানা নির্ধারণ এবং রীট মামলার আওতায় বাদ পড়া পাথরের সুনির্দিষ্ট হিসাব উল্লেখ করা হয়নি। তাছাড়া, জব্দকৃত পাথর অপসারণের জন্য ৪৫ দিন সময় নির্ধারণ করা হয়েছে, যা বাস্তবতার নিরিখে অসম্ভব। নেতৃবৃন্দ আশঙ্কা প্রকাশ করেন, এ পরিস্থিতিতে নিলাম কার্যক্রম বাস্তবায়ন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

ব্যবসায়ীরা আরও জানান, প্রায় পাঁচ বছর ধরে পাথর ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দীর্ঘদিন কোয়ারী বন্ধ থাকায় লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছেন এবং মানবেতর জীবনযাপন করছেন। তারা দাবি করেন, জব্দকৃত পাথরের পরিমাণ সুনির্দিষ্ট করা, সীমানা নির্ধারণ এবং রীট মামলায় বাদ পড়া পাথরের পরিসীমা স্পষ্ট করার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোলাগুল পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. নজমুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নাজিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম।

বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

 

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: