সর্বশেষ আপডেট : ২৩ ঘন্টা আগে
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বিপিএলে রংপুরের টানা পঞ্চম জয়

ডেইলি সিলেট ডেস্ক ::

বিপিএলের একাদশ আসরের আজকের প্রথম ম্যাচটি ছিল টেবিল টপার এবং সবার শেষ দলের। সাধারণত শীর্ষ দলের সাথে সবচেয়ে নিচের দলের খেলা হলে যা হয় তাই হয়েছে আজকের ম্যাচে। টেবিল টপার রংপুর রাইডার্স এর কাছে পাত্তাই পায়নি ঢালিউড সুপারস্টার শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস। এতে টানা পঞ্চম জয়ে টেবিলে নিজেদের অবস্থান আরো সুসংহত করল নুরুল হাসান সোহানের দল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪-২৫-এর ১১তম ম্যাচে রংপুর রাইডার্স এক সহজ জয়ে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে পরাজিত করেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে রংপুর প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়।

প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস মাত্র ১৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১১ রান করতে সক্ষম হয়। ঢাকার পক্ষে তানজিদ হাসান তানজিদ হাসান ২০ রান করে সর্বোচ্চ স্কোর করেন। এছাড়া জেসন রয় ১৮ এবং আলাউদ্দিন বাবু ১৬ রান যোগ করেন। রংপুরের বোলারদের মধ্যে নাহিদ রানা দুর্দান্ত পারফরম্যান্স করেন, ৪ ওভারে ২১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। আকিফ জাভেদ নেন ২টি উইকেট এবং বাকি উইকেটগুলো তুলে নেন শেখ মাহেদী হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ ও কামরুল ইসলাম।

মাত্র ১১১ রানের টার্গেট তাড়া করতে নেমে রংপুর রাইডার্স ১৩.২ ওভারেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে। দলের পক্ষে আলেক্স হেলস ২৭ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। খুশদিল শাহ ১৩ বলে ২৭ রান করে ম্যাচ শেষ করেন। ঢাকার বোলারদের মধ্যে আলাউদ্দিন বাবু এবং মোসাদ্দেক হোসেন একটি করে উইকেট পান।

এই জয়ের মাধ্যমে রংপুর রাইডার্স বিপিএল পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করলো। অন্যদিকে, ঢাকা ক্যাপিটালস এখনও আসরে নিজেদের প্রথম জয়ের খোঁজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

 

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: