সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কুয়েটে ভর্তি পরীক্ষা উপলক্ষে বিমানের বিশেষ ফ্লাইট

ডেইলি সিলেট ডেস্ক ::

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হবে আগামী ১১ জানুয়ারি (শনিবার)। এদিন পরীক্ষার্থী ও অভিভাবকদের যাত্রা সুন্দর ও উপভোগ্য করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

কুয়েটে ভর্তি উপলক্ষে ১১ জানুয়ারি ঢাকা-যশোর-ঢাকা রুটে একটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান। শনিবার (৪ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

বিমান জানায়, ১১ জানুয়ারি বিজি-৪৬৭ ঢাকা থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে যশোরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ফিরতি ফ্লাইট যশোর থেকে রাত ৮টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

ঢাকা-যশোর-ঢাকা রুটে সপ্তাহে চারদিন (রোববার, সোমবার, মঙ্গলবার ও শুক্রবার) ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে যাত্রা করে বিকেল ৪টায় এবং যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ৫টা ১৫ মিনিটে।

যাত্রীরা বিমানের ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, কলসেন্টার ১৩৬৩৬, বিমানের নিজস্ব টিকিট কাউন্টার অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকিট ক্রয় করতে পারবেন বলে জানিয়েছে বিমান।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহে ১৬টি বিভাগে এক হাজার ৬৫টি আসনে এ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

এবারের ভর্তি পরীক্ষায় ২০২৪ সালের উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচি অনুযায়ী গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর এমসিকিউ পদ্ধতিতে ‘ক’ গ্রুপের জন্য ৫০০ নম্বর এবং ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের এমসিকিউয়ের পাশাপাশি অতিরিক্ত মুক্তহস্ত অঙ্কনের ১০০ নম্বরসহ মোট ৬০০ নম্বরের পরীক্ষা হবে। এ ক্ষেত্রে গণিত, পদার্থবিদ্যা ও রসায়নের প্রতিটিতে ১৫ টি এবং ইংরেজি বিষয়ে ১০টি প্রশ্ন থাকবে। ‘খ’ গ্রুপের জন্য এগুলোর পাশাপাশি মুক্তহস্ত অঙ্কনের জন্য ৪টি অতিরিক্ত প্রশ্ন থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

 

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: