cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
অনেক বছর আগে ঐশ্বরিয়াকে নিয়ে একটি অপসংবাদের জেরে চটেছিলেন অমিতাভ। সেই পুরোনো বিষয়টি নিয়েই নতুন করে এখন অনুরাগীদের মাঝে আলোচনা।
২০১০ সালের সেই প্রতিবেদনে উঠে আসে, ‘স্টমাক টিউবারকুলোসিস’-এ আক্রান্ত ঐশ্বরিয়া। ফলে মা হতে পারবেন না ঐশ্বরিয়া! আর এমন খবরে রেগে যান অমিতাভ বচ্চন। কীভাবে তার পরিবারের ব্যক্তিগত বিষয় নিয়ে লেখালেখি হতে পারে, তা নিয়ে প্রশ্নও তুলেছিলেন তারকা।
এদিকে তখন ব্লগ লিখতেন অমিতাভ। সেখানেই এই ঘটনা তুলে শাহেনশাহ লিখেছিলেন, ‘খুব বিরক্তি, রাগ ও যন্ত্রণা নিয়ে আজ লিখছি। এই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন ও অসংবেদনশীল।’ এখানেই থামেননি অমিতাভ। স্পষ্ট জানান, ঐশ্বরিয়ার ব্যাপারে খারাপ কিছু বললে, তিনি ছেড়ে কথা বলবেন না।
অমিতাভ লিখেছিলেন, ‘এই পরিবারের প্রধান আমি। ঐশ্বরিয়া শুধু আমার পুত্রবধূ নয় ও আমার কন্যা। সবচেয়ে বড় কথা, ও আমার পরিবারের একজন নারী। তাই ওর সম্পর্কে খারাপ মন্তব্য করলে, আমি আমার শেষ নিশ্বাস পর্যন্ত লড়াই করব। পরিবারের পুরুষ, যেমন আমার বা অভিষেকের বিষয়ে কিছু বললে আমি সহ্য করে নিতে পারি। কিন্তু আমার বাড়ির নারীদের দিকে আঙুল তুললে আমি সহ্য করব না।’
বেশ কিছু দিন ধরে অভিষেক ও ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে নানা চর্চা হয়েছে। তবে এই জল্পনায় জল ঢেলেছেন বচ্চন দম্পতি নিজেই। কিছু দিন আগেই আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে পাশাপাশি বসেছিলেন ঐশ্বরিয়া-অভিষেক। একই গাড়িতে তাদের ফিরতেও দেখা যায়। এই দেখে নিশ্চিন্ত তাদের অনুরাগীরা।