সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

রংপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে হট্টগোল

ডেইলি সিলেট ডেস্ক ::

রংপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের খলিফার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার বিকেলে আওয়ামী দোসর অভিযোগ তুলে মর্নেয়া ইউনিয়নের আহ্বায়ক মীর কাশেম মিঠু ও সদস্য সচিব আব্দুল মাবুদের নেতৃত্বে গঠিত সব ওয়ার্ড কমিটিসহ ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে শুরু হয় মানববন্ধন। এতে অংশ নেন মর্নেয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোজাম্মেল হক ও সাবেক সাধারণ সম্পাদক নুর ইসলামসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সাবেক নেতা-কর্মীরা।

মানববন্ধনকারীদের অভিযোগ, মর্ণেয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মীর কাশেম মিঠু ও সদস্য সচিব আব্দুল মাবুদ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দোসর। তাই মিঠু ও তার দ্বারা গঠিত কমিটি বাতিল চান তারা।

মানববন্ধন শুরুর কিছুক্ষণ পর মিঠুর সমর্থকরা ব্যানার কেঁড়ে নেয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ফুটেজ সংগ্রহ করতে গেলে গণমাধ্যমকর্মীদেরও বাধা দেন মিঠুর সমর্থকরা।

মিঠুর সমর্থকরা জানান, মিঠুর বিরুদ্ধে অপপ্রচার হওয়ায় সেই নিউজ করা যাবে না।

মানববন্ধনকারীরা জানান, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা সৃষ্টি করতে মিঠুর সমর্থকরা হামলা করে। এর সুষ্ঠু বিচার চান তারা।

এ বিষয়ে মর্নেয়া ইউনিয়নের আহ্বায়ক মীর কাশেম মিঠু জানান, তার কোনো সমর্থক বিশৃঙ্খলা করেনি বরং তার বিরুদ্ধে একটি গ্রুপ অপপ্রচার চালানো হচ্ছে। এসময় সাংবাদিকদের কাজে বাধা প্রদানকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার আশ্বাস দেন তিনি।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু জানান, ঘটনাটি অবগত আছেন তারা। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

 

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: