cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা এবারের বিজয় দিবস স্বাধীন ও মুক্তভাবে উদযাপন করতে পারছি। আমরা চাচ্ছি, বাংলাদেশের মানুষ এই স্বাধীনতা ধরে রাখুক। জনগণ আমাদের সঙ্গে থাকুক।
সোমবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মাহফুজ আলম বলেন, দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা। শহীদ, আহত এবং যারা বিভিন্ন উপায়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছেন এবং জুলাই গণঅভ্যুত্থানে অবদান রেখেছেন সবাইকে সশ্রদ্ধ সালাম।
তিনি বলেন, একাত্তরের পরে আমরা একটা মুজিববাদী ব্যবস্থার ভেতর দিয়ে গিয়েছি। জুলাইয়ের গণঅভ্যুত্থানের কারণে সেই বন্দোবস্ত নষ্ট হয়েছে। যে বন্দবস্তের কারণে বাংলাদেশ পিছিয়ে ছিল, বাংলাদেশের মানুষ বাকস্বাধীনতা থেকে শুরু করে স্বাভাবিক এবং মৌলিক মানবধিকারগুলো পায়নি, আমরা আশা করি এই ব্যবস্থার রদবদল হবে।
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ৩০ লাখ শহীদ ও অনেক মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে একাত্তরে যে রাষ্ট্র আমরা পেয়েছিলাম, তা পুনর্গঠনের সুযোগ পেয়েছি। সেই সুযোগে যেন আমরা কোনোভাবে অবহেলা না করি।