সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

মিউনিখে অর্থনীতিতে অবদানে প্রবাসী ব্যবসা প্রতিষ্ঠানের ‘ফোইনিক্স’ পুরস্কার অর্জন

ডেইলি সিলেট ডেস্ক ::

অত্যাধুনিক ইলেক্ট্রিক সরঞ্জাম, ডিজিটালাইজেশন এবং বিনির্মাণ এবং ডিজাইন লাইটিং, ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদান রাখা, নির্মাণ শিল্পে সৃষ্টিশীলতার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় শিব শংকরের পাল ইলেক্ট্রোর তিনটি প্রতিষ্ঠানকে জার্মানির মিউনিখের শহর কর্তৃপক্ষ বিশেষ “ফোইনিক্স” পুরস্কারে ভূষিত করেছে। বৃহস্পতিবার বিকেলে এই উপলক্ষে মিউনিখের পুরনো টাউনহল অডিটোরিয়ামে বিশেষ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে শহর কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিষ্ঠানগুলোকে পুরস্কার তুলে দেন শহরের অতিরিক্ত মেয়র ডিটার রাইটার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লেমেন্স বাউমগার্টনার ও ডিমিট্রিনা লাং। পুরস্কার পেয়ে খুশি প্রবাসী শিব শংকর পালের সহধর্মীণী শিখা শংকর পাল এবং দুই সন্তান মাক্সি শংকর পাল এবং দিব্য শংকর পাল ও প্রতিষ্ঠানের কর্মকর্তা আলভী হাবিব। বলেন এই অর্জন গোটা বাংলাদেশের।

অনুষ্ঠানে প্রধান অতিথি মিউনিখ নগরীর অতিরিক্ত মেয়রসহ অন্যান অতিথিরা বলেন, বাংলাদেশি প্রবাসী শিব শংকর পালের স্ত্রী শিখা শংকর পাল ও তাদের সন্তানদের প্রতিষ্ঠানকে পুরস্কৃত করতে পেরে আমরা গর্বিত। জার্মানিতে অসংখ্য অভিবাসীদের ভিড়ে বাংলাদেশি অভিবাসী হিসেবে শিব শংকর পাল ও তার পরিবার জার্মানি ও বাংলাদেশে সমানতালে অর্থনীতি ও সামাজিক কাজে অনবদ্য অবদান রাখছেন। তাই অনন্য পাল ইলেক্ট্রো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানই প্রশংসার দাবিদার।

বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাখোকোটি বাংলাদেশি। যারা অক্লান্ত পরিশ্রম ও অধ্যাবসায়ে নিজেদেরকে গড়ে তোলার পাশাপাশি বিভিন্নভাবে অবদান রেখে হচ্ছেন সম্মানিত। এমন একজন জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের মিউনিখে বসবাসরত প্রবাসী শিব শংকর পাল। প্রবাসী এই বাংলাদেশি জন্মগ্রহণ করেন ১৯৬৫ সালে ঢাকার নবাবগঞ্জে। তারপর নটরডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে ১৯৮৯ সালে কর্মসংস্থানের উদ্দেশে তিনি জার্মানিতে আসেন। নানা চড়াই উৎড়াই পেরিয়ে মিউনিখেই বৈদ্যুতিক কাজের ওপর পড়াশোনা শেষে ১৯৯৯ সালে গড়ে তোলেন পাল ইলেক্ট্রো। সময়ের আবর্তে এই প্রতিষ্ঠান একসময় পরিণত হয় শিল্প গ্রুপে।

উদ্যেক্তা হিসেবে ব্যবসা-বাণিজ্যে বিশেষ অবদান রাখায় এর আগে ২০১৭ সালে শিব শংকর পালও নিজে এই মর্যাদাপূর্ণ ফোইনিক্স পুরস্কার লাভ করেন। তার প্রতিষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সৃষ্টি করেছেন অসংখ্য কর্মসংস্থান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জার্মানির বিভিন্ন পর্যায়ের রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশিরাও অংশগ্রহণ করেন। এসময় সবাই শিব শংকর পরিবারের প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

 

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: