সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সেলফি তুলতে গিয়ে ট্রেন থেকে পড়ে গেলেন নারী

ডেইলি সিলেট ডেস্ক ::

ভাইরাল হওয়ার জন্য অনেক সময় মানুষ ঝুঁকিপূর্ণ অনেক কিছু করছেন, তাতে কখনো কখনো জীবনও বিপদের মুখে পড়ছে। এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে সেলফি তুলতে গিয়ে ট্রেনের বাইরে পোজ দেয়ার সময় একজন পর্যটকের পড়ে যাওয়ার ভয়ংকর মুহূর্তটি ধারণ করে দেখানো হয়েছে।

ভিডিওতে দেখা যায়, চীনের এক নারী পর্যটক ট্রেনের হাতল ধরে বাইরে ঝুলে ঝুলে যাচ্ছেন। এই দৃশ্যের সেলফি নেয়ার সময় বাতাসে নিজেকে মেলে ধরার পোজ দেন পর্যটক। এ সময় তার চুল উড়ছিল, চোখ বন্ধ ছিল। হঠাৎ গাছের ডালের সঙ্গে মাথায় ধাক্কা খেয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর নিচে পড়ে যান ওই পর্যটক।

একজন এক্স ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘একজন চীনা পর্যটক শ্রীলঙ্কার উপকূলীয় রেললাইনে ভ্রমণ করার সময় একটি হৃদয়বিদারক ঘটনা ঘটে। ভিডিও রেকর্ড করার চেষ্টা করার সময় একটি গাছের ডালে ধাক্কা খেয়ে ট্রেন থেকে পড়ে যান।’

সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ট্রেনটি পরের স্টেশনে থামলে কয়েকজন সহযাত্রী ওই নারী পর্যটককে সাহায্য করতে দুর্ঘটনাস্থলে ফিরে আসেন। ট্রেন থেকে পড়ে গিয়ে তিনি ঝোপঝাড়ের ওপর পড়ে সৌভাগ্যবশত বেঁচে যান।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘সৌভাগ্যবশত তিনি একটি ঝোপের ওপর পড়েছেন এবং অলৌকিকভাবে বেঁচে গেছেন। পুলিশ নিশ্চিত করেছে যে তার তেমন কোন ক্ষতি হয়নি।’

এ ঘটনার পর স্থানীয় পুলিশ ট্রেনের যাত্রীদের আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং চারপাশের অবস্থা সম্পর্কে লক্ষ রাখার আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: