সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ বিমান বন্দরে রূপান্তরের দাবি

দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রবাসীরা ভূমিকা রাখলেও তারা বৈষম্যের শিকার হচ্ছেন। এ থেকে উত্তরণে বর্তমান অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করছেন প্রবাসীরা। মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক মানবাধিকার ও কমিউনিটি সংগঠন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর নেতৃবৃন্দ এ আহবান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের মিডিয়া ডাইরেক্টর কে এম আবু তাহের চৌধুরী জানান, স্বাধীনতার ৫২ রছর পরও যুক্তরাজ্য প্রবাসীরা বিভিন্ন সমস্যায় ভুগছেন। সংগঠনের ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল গত ৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা নিরসনে হস্তক্ষেপ কামনা করেছেন। সেই সাথে প্রবাসী বাংলাদেশিদের ১৭ দফা সমস্যা তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা এসব সমস্যা নিরসনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান।

ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর দাবিগুলোর মধ্যে রয়েছে ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর, ওসমানী বিমান বন্দরে বিদেশী ফ্লাইট চালু, প্রবাসী বাংলাদেশীদের এনআইডি কার্ড দ্রুত প্রদান, ভূমি খেকোদের খপ্পর থেকে প্রবাসীদের সহায় সম্পত্তি রক্ষায় বিশেষ ট্রাইবুনাল গঠন, লন্ডন -সিলেট রুটে বিমানের ভাড়া হ্রাস ও বৈষম্য দূরিকরণ, নো ভিসা ফি হ্রাস, পাওয়ার অব এটর্নি ইস্যুর বেলায় বৃটিশ পাসপোর্টকে আইডি হিসাবে গ্রহণ, প্রবাসীদের জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ প্রদান, বাংলাদেশী পাসপোর্ট তৈরিতে জটিলতা দূরিকরণ ইত্যাদি।

সংবাদ সম্মেলনে প্রবাসী নেতৃবৃন্দ জানান, ২০২০ সালে তাদের সংগঠনের যাত্রা শুরু হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ গড়তে সরকারকেও সর্বাত্মক সহযোগিতা করতে আগ্রহী। এ ব্যাপারে ১২টি বিষয় তুলে ধরে তাদের রিসার্চের প্রস্তাব ও সুপারিশের বুকলেট প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান। গণতন্ত্র ও দেশের উন্নয়নের স্বার্থে একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন প্রত্যাশা করেন প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট মাহিদুর রহমান, সংগঠনের ডিজি ও লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র আ ম অহিদ আহমদ, এক্সিকিউটিভ ডাইরেক্টর ড. হোমায়ের চৌধুরী, সাংবাদিক সারোয়ার হোসেন, মিসেস শোভা মতিন, সিলেটী আওয়াজ এর আহবায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, সিনিয়র সাংবাদিক ফয়জুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

 

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: