cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের পর্দা উঠবে। এদিকে ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টের জন্য আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ। রোববার (২৪ নভেম্বর) সকালে মধ্যপ্রাচ্যের দেশটিতে উড়াল দিয়েছে টুর্নামেন্টটি খেলতে টাইগার যুবারা।
যুব এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারের আসরে লাল-সবুজের দেশটি ‘এ’ গ্রুপে রয়েছে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল। এ ছাড়া ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও জাপান।
জানা গেছে, টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর খেলবে নেপালের বিপক্ষে। পরবর্তীতে ৩ ডিসেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ লঙ্কানরা।
এর আগে, এশিয়ান শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার (২১ নভেম্বর) ১৪ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করে বিসিবি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), রিফাত বেগ, সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান বরেণ্য ও সাদ ইসলাম রাজিন।
এই ১৪ সদস্যের দলের বাইরেও ৪ জন থাকছেন স্ট্যান্ডবাই হিসেবে। তারা হলেন– কালাম সিদ্দিকী, শাহরিয়ার আজমীর, ইয়াসির আরাফাত ও সানজিদ মজুমদার।