সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

অ্যান্টিগায় প্রথম দিনে ক্যারিবীয়দের সংগ্রহ ২৫০ রান

ডেইলি সিলেট ডেস্ক ::

গতকাল বাংলাদেশ সময় রাত আটটায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগারদের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এদিকে আলো স্বল্পতায় অ্যান্টিগা টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয় আগেভাগেই। এর মধ্যে ৮৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ২৫০ রান করে।

টস জিতে অধিনায়ক মিরাজ বোলিং নেয়ার পর শুরুতেই বাংলাদেশকে দুই উইকেট এনে দেন তাসকিন আহমেদ। টাইগার এই পেসারের বলে ইনিংসের চৌদ্দতম ওভারেই সাজঘরের পথ ধরেন ক্রেগ বাফেট। দলীয় ২৫ রানে তাসকিনের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হন ব্রাফেট। শুরুতেই উইকেটের দেখা পাওয়া তাসকিন ফের আঘাত হানেন নিজের পরের ওভারেই।

ষোড়শ ওভারে তার শিকারে পরিণত হন কেসি কার্টি। এবার তাসকিনের বলে তাইজুল ইসলামের তালুবন্দী হয়ে সাজঘরের পথ ধরেন কার্টি। দলীয় ২৫ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবীয়রা। তবে এ চাপ সামলে নেন ওপেনার মিকেলে লুইস ও কেভম হজ। দুজন মিলে তৃতীয় উইকেটে গড়েন ৫৯ রানের জুটি।

তবে হজ এদিন নিজের ইনিংস বড় করতে পারেননি। দলীয় ৮৪ রানে রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। এদিকে হজ ফেরার পর ক্রিজে লুইসের সঙ্গী হন আলিক আথানেজ। চতুর্থ উইকেটে এ দুজনের জুটিতেই ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবীয়রা। দুজন মিলে গড়েছিলেন ১৪০ রানের জুটি। এ জুটি গড়ার পথে লুইস ও আথানেজ দুজনই সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেছিলেন। তবে দুজনই আউট হয়েছে শতক হাতছাড়া হওয়ার আক্ষেপ নিয়ে।

দলীয় ২২৪ রানে মিরাজের বলে যখন লুইস আউট হন তখন তার রান ৯৭। আর লুইস ফেরার পর স্কোরবোর্ডে আর ৪ রান যোহ হতেই যখন আথানেজ আউট হন তখন তিনি সেঞ্চুরি থেকে আর ১০ রান দূরে ছিলেন। এ দুজন ফেরার পর ৫ উইকেটে ২৫০ রান নিয়ে দিনের খেলা শেষ করে স্বাগতিকরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: