cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
বিনোদন ডেস্ক ::
এফডিসির জসিম ফ্লোরে বেশ কয়েকদিন ধরে চলছিল সেট নির্মাণের কাজ। বিশাল আয়োজন। ভিন্ন কনসেপ্ট, ভিন্ন সেট আর অর্ধশত আর্টিষ্ট! মূল ভূমিকায় মডেল হিসেবে রয়েছেন এ কে আজাদ সেতু, মুনতাহা এমিলিয়া ( শিশুশিল্পী।
খোঁজ নিয়ে জানা গেল, বাংলাদেশের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত গান ‘জেগেছে বাংলাদেশ’ নির্মাণে চলছে এই প্রস্তুতি। গানটি রচনা করেছেন ফাহিম আল ইসহাক চৌধুরী। মিউজিক করেছেন আহমেদ হুমায়ুন আর গানটিতে সুর ও কন্ঠ দিয়েছেন রুবেল খন্দকার। ফিহা মাল্টিমিডিয়া’র প্রযোজনায় গানটির ভিডিওচিত্র নির্র্মাণে রয়েছেন গুনী নির্মাতা উজ্জ্বল রহমান। ডিওপি রয়েছেন দৃশ্য কারিগর সাহিল রনি। কোরিওগ্রাফীতে আসাদ খান ও তার দল।
গানটির নির্মাণ নিয়ে নির্মাতা উজ্জ্বল রহমান বলেন, ‘আমরা ভিডিওতে অনেক কিছু বলার চেষ্টা করেছি। ১৯৪৭ থেকে ২০২৪, সাধারণ মানুষ আসলে কতভাবে বন্দী সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি।’
অন্যদিকে গানটির রচয়িতা ফাহিম আল চৌধুরী বলেন, ‘এই গানে সাধারণ মানুষের কথা আছে। বাংলাদেশের সাধারণ মানুষের বার বার অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠার গল্প আছে। প্রবাসী জীবনেও দেশের জন্য যে তীব্র ভালবাসা তার প্রকাশ আছে।’
জানা যায় গানটি কিছু প্লাটফর্মে শ্রীঘ্রই অবমুক্ত হবে।