সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

১৫ বছরে রাষ্ট্রের সব অর্গান অপবিত্র হয়ে গিয়েছিল : গোলাম পরওয়ার

ডেইলি সিলেট ডেস্ক ::

ফ্যাসিবাদের দীর্ঘ ১৫ বছরে রাষ্ট্রের সব অর্গান অপরাধে অপবিত্র হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়ায় আব্দুল ওয়াহিদ রাহি অডিটোরিয়ামে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদী যুগ দুর্নীতিগ্রস্ত ছিল। অপরাধী, খুনি, অর্থ পাচার, লুটপাট, চাঁদাবাজি ও মাস্তানির মাস্টার মাইন্ড ছিল ফ্যাসিবাদ শাসক শেখ হাসিনা। কেবল তিন মাস হয়েছে ফ্যাসিবাদের বিদায়। কিন্তু সেই অপরাধ প্রবণতা শত ভাগ বিদায় হয়নি। এখনো ছোট খাটো কিছু অপরাধ হচ্ছে। আমরা এই বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি।

তিনি বলেন, জামায়াতে ইসলামী অন্যায়কে প্রশ্রয় দেয় না। অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় দৃঢ় থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহতাআলার বিধান এবং নবীর আদর্শে একটি কল্যাণকর রাষ্ট্র কায়েম করা। সেই রাষ্ট্রে সব ধর্ম বর্ণের মানুষের কল্যাণ থাকবে।

জামায়াতের সেক্রেটারি বলেন, নির্বাচনের জন্য এই সরকারকে যৌক্তিক সময় দেব, যৌক্তিক সময় বলতে আমরা বুঝিয়েছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেই সময়টুকু। সব মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এমন অবস্থা আসলেই ভোট দিতে বলেছি। আমরা স্পষ্ট করে বলেছি না খুব দ্রুত না খুব লং। আর নির্বাচনের তপশিল ঘোষণা হলেই জামায়াত নির্বাচনের ইস্তেহার ঘোষণা করতে প্রস্তুত রয়েছে।

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: