cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
২৭তম বিসিএস পরীক্ষার প্রথম মৌখিক পরীক্ষা বাতিল করার রায় বৈধ ঘোষণা বহাল রেখেই আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে ১ হাজার ১১৪ জন প্রার্থীর রিভিউ আবেদন শুনবেন দেশের সর্বোচ্চ আদালত। রিভিউ আবেদনের ওপর আগামী ৪ ডিসেম্বর শুনানি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
২৭তম বিসিএস-এর প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা শেষে ২০০৭ সালের ২১শে জানুয়ারি প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন তিন হাজার ৫৬৭ জন। তবে, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের ৩০শে মে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেয়।
এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশন পহেলা জুলাই প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। এরপর একই বছরের ২৯শে জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে ২০০৮ সালের ২৩শে সেপ্টেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন তিন হাজার ২২৯ জন। তারা চাকরিতে নিয়োগ পান। হাইকোর্টের রিটের পর ২৭ তম বিসিএস পরীক্ষার প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলকে বৈধ ঘোষণা করে।
অন্যদিকে, হাইকোর্টের আরেকটি বেঞ্চ ২০০৯ সালের ১১ই নভেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করেন। ২০১০ সালের ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষা বাতিল বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ।
দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল আবেদন (লিভ টু আপিল) কতিপয় পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেছেন আদালত।