cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার অন্যতম আসামি আওলাদুল ইসলামকে র্যাব-১৪ এর সদস্যদের থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ছিনিয়ে নেয়। তবে এর কয়েক ঘণ্টা পরেই বুধবার বিকাল ৫টার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জোড়া পেট্রোল পাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শেরপুর সদর থানার এসআই আনসার আলী।
গ্রেপ্তার হওয়া আওলাদুল ইসলাম (৪৫) শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীরখামার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি একই ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মৃত আজম আলী মন্ডলের ছেলে।
এসআই আনসার আলী জানান, শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজ শিক্ষার্থী মাহবুব হত্যা মামলায় এবং আরও দুইটি হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, বুধবার বেলা আড়াইটার দিকে র্যাব-১৪-এর একটি দল আওলাদুল ইসলামকে গাজীরখামার ইউনিয়ন পরিষদ ভবন থেকে গ্রেপ্তার করতে গেলে এলাকাবাসীর বাধার মুখে পড়ে।
একপর্যায়ে স্থানীয়রা আওলাদুলকে ছিনিয়ে নিয়ে ইউনিয়ন পরিষদের পেছনের বিল দিয়ে পালাতে সহায়তা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি জুবাইদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আওলাদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তবে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনাকে ‘তাৎক্ষণিক কৌশল’ হিসেবে উল্লেখ করেছেন র্যাব-১৪ এর জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, “র্যাব ও জনতার রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা দেখা দেয়ায় শুধুমাত্র পরিস্থিতির কারণে ছেড়ে দিতে হয়েছে। এটা আমাদের তাৎক্ষণিক কৌশল ছিল। আসামি ছিনিয়ে নেয়ার পর বিষয়টি আমরা পুলিশকে অবহিত করি।” পরবর্তীতে র্যাব এবং পুলিশের যৌথ অভিযানে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই বলে দাবি করেন এই র্যাব কর্মকর্তা।
এসআই আনসার আলী আরও বলেন, গ্রেপ্তার আওলাদুল ইসলামকে বৃহস্পতিবার রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হবে।