সর্বশেষ আপডেট : ৫৪ মিনিট ৩ সেকেন্ড আগে
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ইসরায়েলি ভূখণ্ডে ২৬ হাজার রকেট হামলা

ডেইলি সিলেট ডেস্ক ::

গত বছরের ৭ অক্টোবরের পর এখন পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ডে ২৬ হাজার রকেট হামলা চালানো হয়েছে। কখনো হামাস, কখনো হিজবুল্লাহ এমনকি ইরানও রকেট হামলা চালিয়েছে ইসরায়েলে।ইসরায়েলি চ্যানেল টুয়েলভের বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

গতকাল রবিবার চ্যানেল টুয়েলভ এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ২৬ হাজার ৩৬০টি রকেট ইসরায়েল অধিকৃত এলাকায় নিক্ষেপ করা হয়েছে। তবে এর বেশিরভাগই প্রতিহত করেছে তারা।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক।

এই এক বছরেরও বেশি সময়ে বিভিন্ন সময় হামাস রকেট হামলা চালিয়েছে। লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও নিয়মিত বিরতিতে হামলা চালিয়েছে ইসরায়েলি ভূখণ্ডে। ইরানও এই সময়ে দুইবার হামলা চালিয়েছে ইসরায়েলে। তবে এত বিশাল সংখ্যক রকেট নিক্ষেপের তুলনায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি খুব বেশি নয়। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের উচ্চ প্রযুক্তি সম্পন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম তা প্রতিহত করেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: