সর্বশেষ আপডেট : ১ মিনিট ৪৫ সেকেন্ড আগে
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

আহত হওয়ার গুজবের মধ্যেই মেহজাবীনের ফেসবুক পোস্ট

ডেইলি সিলেট ডেস্ক ::

আহত হওয়ার গুজবের মধ্যেই সুস্থ ও নিরাপদে আছেন জানিয়ে ফেসবুক পোস্টে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তাসংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক ও আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাব না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নিই।

শনিবার (২ নভেম্বর) দিবাগত গভীর রাতে মেহজাবীন তার ভেরিফায়েড ফেসবুকে এই পোস্ট দিয়েছেন। তাতে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নিরাপত্তার অভাবে তিনি শোরুম উদ্বোধনে অংশ নেননি। এর আগে মেহজাবীনের মাথায় ব্যান্ডেজ করা একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। চট্টগ্রামে গিয়ে অভিনেত্রী আহত হয়েছেন বলেও জানান কেউ কেউ। কিন্তু ভাইরাল হওয়া সেই ছবিটি অভিনেত্রীর একটি নাটকের চরিত্র ছিল, যা মেহজাবীন নিজেই মাসখানেক আগে শেয়ার করেছিলেন।

জানা গেছে, মেহজাবীন চৌধুরীকে দিয়ে চট্টগ্রাম নগরের স্টেশন সড়কের রিয়াজউদ্দিন বাজার এলাকায় খুকি লাইফ স্টাইলের শোরুমের উদ্বোধনের সিদ্ধান্তে ক্ষোভ জানায় ‘রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’। শনিবার বিকেলে উদ্বোধন অনুষ্ঠানের আগে শোরুমের সামনের এলাকায় অবস্থান নেন ৫০ থেকে ৬০ ব্যক্তি। তারা স্থানীয় ব্যবসায়ী ও মুসল্লি বলে পুলিশ জানায়। তবে শোরুমের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে না পারলেও চট্টগ্রামে এসেছিলেন মেহজাবীন চৌধুরী। কিন্তু শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থলে যাননি তিনি। অবশ্য শোরুম কর্তৃপক্ষ বলছে ‘ব্যক্তিগত’ কারণে নায়িকা মেহজাবীন চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পারেননি। পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত শুক্রবার চট্টগ্রামের স্থানীয় একটি মাদ্রাসার হুজুরের উপস্থিতিতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। পরদিন ছিল অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধন। কিন্তু বিষয়টি ভালোভাবে নেননি স্থানীয় ব্যবসায়ী ও মুসল্লিরা। তাই রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতার ব্যানারে মেহজাবীনকে দিয়ে উদ্বোধন করার ব্যাপারে প্রতিবাদ জানায়।

এ বিষয়ে রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধরণ সম্পাদক আবুল কালাম জানান, বাধার কারণে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অনুষ্ঠানে আসতে পারেননি। ব্যবসায়ীদের একটি পক্ষ বাধা দিয়েছে বলে জানতে পেরেছি। বিস্তারিত তেমন কিছু জানি না।

এ ব্যাপারে চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী বলেন, তৌহিদী জনতার বাধায় অনুষ্ঠান হতে পারেনি, বিষয়টি এ রকম নয়। বিষয়টি হচ্ছে শুক্রবার বায়তুশ শরফের হুজুর দিয়ে শোরুমটি উদ্বোধন করা হয়েছে। তখন আজকে (শনিবার) মেহজাবীন চৌধুরীকে দিয়ে যখন আবার উদ্বোধন করাতে গিয়েছে, তখন অনেকে মনে করেছেন, এটা হুজুরকে অপমান করা। এ জন্য মেহজাবীন চৌধুরী আসার আগে রিয়াজউদ্দিন বাজারের কিছু ব্যবসায়ী ও সাধারণ মুসল্লি ক্ষিপ্ত হয়ে শোরুমের নিচে অবস্থান নেন। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ মালিকপক্ষের সঙ্গে কথা বলে। মালিকপক্ষ জানায়, মেহজাবীন চৌধুরী আসার কথা ছিল। তবে মেহজাবীনকে নিয়ে যে অনুষ্ঠান ছিল, তা বাদ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: