সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ৫ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে লাখ টাকা জরিমানা

ডেইলি সিলেট ডেস্ক ::

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে হার্ডলাইনে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এডিসের লার্ভা পাওয়ায় করেছেন জরিমানা।

জানা গেছে, সিলেটে একদিকে বাড়ছে ডেঙ্গুরোগী অপরদিকে একের পর এক স্থানে মিলছে এডিশ মশার লার্ভা। এমন অবস্থায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থান নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।

বুধবার (২ অক্টোবর) সকাল থেকে একযোগে সিসিকের ভ্রাম্যমাণ আদালত অভিযানে নামে। কয়েকটি জায়গায় এডিস মশার লার্ভা পাওয়ায় করা হয়েছে মোটা অঙ্কের জরিমানা। অভিযানে নগরের ২৬নম্বর ওয়ার্ডের কদমতলী-ভার্তখলাসহ বিভিন্ন এলাকায় ৫টি প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সিসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা।

সিসিক সূত্রে জানা যায়, সিলেট মহানগরের ২৬নম্বর ওয়ার্ডের ভার্থখলাসহ বিভিন্ন এলাকার স্যানিটারি ও টায়ার টিউবের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫টি প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এই পাঁচটি প্রতিষ্ঠানে মোট এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে সিসিক। পরে লার্ভা গুলো ধ্বংস করা হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. জাহিদুল ইসলাম, যতদিন পর্যন্ত এডিশ মশার লার্ভা পাওয়া যাবে, ততদিন পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এডিসের লার্ভা ধ্বংসে বাসা-বাড়িতে অভিযান চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা ডেঙ্গু রোধে সতর্ক অবস্থায় আছি। নিয়মিত অভিযান চালাচ্ছি। মানুষকে সচেতন করতে মাইকিংয়ের পাশাপাশি লিফলেটও বিতরণ করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে অবশ্যই বাসা-বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে সে ব্যাপারে নগরবাসীকে সতর্ক থাকতে হবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সিলেটের কীটতত্ত্ববিদ মো. নজরুল ইসলাম, সিসিকের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নেহার রঞ্জন পুরকায়স্থ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: