সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

উলামা মাশায়েখ পরিষদ সিলেটের আলোচনা সভা

রাসুল (সা.) বিনয় ও ক্ষমার আদর্শ রেখে গিয়েছেন
—মুহাম্মদ ফখরুল ইসলাম

উলামা মাশায়েখ পরিষদ সিলেটের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, রাসুল (সা.) বিনয় ও ক্ষমার সুন্দর আদর্শ রেখে গিয়েছেন। তিনি কিভাবে গর্ব অহংকারমুক্ত জীবনযাপন করতে হয় শিখিয়েছেন। সবার সাথে সর্বোত্তম ব্যবহার করেছেন। অমুসলিমরা আজও তাঁর আদর্শে মুগ্ধ। বিশিষ্টজনের মুখে প্রশংসা শুনে অনুপ্রাণিত হই। দুনিয়ায় প্রতিনিয়ত মুসলমানের সংখ্যা বাড়ছে, অন্যতম প্রধান কারণ হলো- রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শের প্রভাব।

তিনি গতকাল উলামা মাশায়েখ পরিষদ সিলেট আয়োজিত সীরাত বিষয়ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পরিষদের সেক্রেটারি ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় বিষয় ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন আলেমেদ্বীন শায়খ আজাদ সোবহান, মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ ও হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী।

উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা খলীলুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান সিদ্দিকী, মাওলানা আতাউর রহমান, মাওলানা মঈনুল ইসলাম ও মাওলানা দেলাওয়ার হোসাইন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, উলামায়ে কেরামের মাঝে ঐক্যকে সুসংহত করতে সবাইকে প্রচেষ্টা জোরদার করতে হবে। বিভেদের দেয়াল ভেঙ্গে ফেলতে হবে। পারস্পরিক যোগাযোগ ও মতবিনিময় বাড়াতে হবে। সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করতে হবে। সামাজিক কাজে আলেমদেরকে এগিয়ে আসতে হবে। সক্রিয় থাকতে হবে।

সভাপতির বক্তব্যে ড. মাওলানা এ এইচ এম সোলায়মান বলেন, জাতির প্রত্যাশা পূরণে উলামায়ে কেরামের ভূমিকা কাঙ্ক্ষিত পর্যায়ে উপনীত হওয়া উচিৎ। বিষয় ভিত্তিক আলোচনায় শায়খ আজাদ সোবহান বলেন, নিজেকে যোগ্য রূপে গড়ে তোলার বিকল্প নেই। পর্যাপ্ত ইলম, সহীহ নিয়্যাত ও বিশুদ্ধ আমলে অভ্যস্ত হতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: